Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া রিফাইনারি ৫৩তম প্রতিষ্ঠা দিবস কেক কেটে উদযাপন করল

হলদিয়া রিফাইনারি ৫৩তম প্রতিষ্ঠা দিবস  কেক কেটে উদযাপন করল মঙ্গলবার হলদিয়া রিফাইনারির ৫৩তম প্রতিষ্ঠা দিবস কেক কেটে উদযাপন করা হল। উপস্থিত ছিলেন আইওসির হলদিয়া রিফাইনারির নতুন প্ল্যান্ট হেড অতনু সান্যাল, আইওসির তিন প্রাক্তন এগজিকিউট…

 


হলদিয়া রিফাইনারি ৫৩তম প্রতিষ্ঠা দিবস  কেক কেটে উদযাপন করল

 মঙ্গলবার হলদিয়া রিফাইনারির ৫৩তম প্রতিষ্ঠা দিবস কেক কেটে উদযাপন করা হল। উপস্থিত ছিলেন আইওসির হলদিয়া রিফাইনারির নতুন প্ল্যান্ট হেড অতনু সান্যাল, আইওসির তিন প্রাক্তন এগজিকিউটিভ ডিরেক্টর অনন্তচরণ মিশ্র, এস গঙ্গোপাধ্যায় এবং টি কে বসাক। এদিন আইওসির মূল অফিস, কারখানা চত্বর, আবাসন সহ ১৮টি জায়গায় কেক কাটা হয়। অতনু এই প্ল্যান্টের চিফ জেনারেল ম্যানেজারের পাশাপাশি গত ১ডিসেম্বর থেকে প্ল্যান্ট হেডের দায়িত্ব পেয়েছেন। গত ৩০নভেম্বর আইওসির প্রাক্তন এগজিকিউটিভ ডিরেক্টর ও প্ল্যান্ট হেড পার্থ ঘোষ অবসর নেওয়ার পর অতনু সান্যাল দায়িত্বভার নিয়েছেন। কেমিকেল ইঞ্জিনিয়ার অতনুবাবু ৩৩বছরের অভিজ্ঞতা নিয়ে বড় দায়িত্বে এলেন। হলদিয়ায় কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগে প্রস্তাবিত নতুন পেট্রকেম প্রকল্পের জন্য তাঁর উদ্যোগে কাজ শুরু হয়েছে। জানা গিয়েছে, তিনটি প্রকল্পে প্রায় ১৫হাজার কোটি টাকা বিনিয়োগের সম্ভবনা রয়েছে। অতনু সান্যাল বলেন, পারফরম্যান্স বাড়ানোর জন্য নির্ভরযোগ্যতা, মার্জিন বাড়ানো এবং অপারেটিং ব্যয় নিয়ন্ত্রণের উপর সবাইকে জোর দিতে হবে।

No comments