Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আইকেয়ার হলদিয়া প্রিমিয়ার কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জয়ী হল কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন

আইকেয়ার হলদিয়া প্রিমিয়ার কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জয়ী হল কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনরবিবার হলদিয়ায় টাউন অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে আইকেয়ার হলদিয়া প্রিমিয়ার কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জয়ী হল কালীঘাট স্পোর্টস …

 


আইকেয়ার হলদিয়া প্রিমিয়ার কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জয়ী হল কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন

রবিবার হলদিয়ায় টাউন অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে আইকেয়ার হলদিয়া প্রিমিয়ার কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জয়ী হল কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন। তারা ৪-১ গোলে হারিয়ে দিল হুগলির মানকুণ্ড স্পোর্টিং ক্লাবকে। গত ৪ ডিসেম্বর শুরু হয়েছিল হলদিয়ার সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট। বিশ্বকাপের আবহেই গত এক সপ্তাহ ধরে হলদিয়া প্রিমিয়ার কাপ ফুটবলে মজে ছিলেন হলদিয়ার মানুষ। এখানে কলকাতার প্রিমিয়ার ডিভিশনে খেলা ৮টি টিম অংশ নিয়েছিল। হলদিয়া বন্দর ও আইকেয়ার সহ বিভিন্ন শিল্প সংস্থার সহযোগিতায় বড়মাপের এই টুর্নামেন্টে বহু বিদেশি খেলোয়াড়ও অংশ নেন। গত এক সপ্তাহ ধরে বন্দরের সিপিটি মাঠে খেলাগুলি অনুষ্ঠিত হয়। এদিনের খেলায় নজর কেড়েছে আফ্রিকার উগাণ্ডার স্ট্রাইকার ওসমান মজফ্ফর। তিনি বলেন, এই প্রথম আফ্রিকার দেশ মরোক্কো প্রথম বিশ্বকাপ ফুটবলের সেমি ফাইনালে উঠেছে। আফ্রিকার দেশকে সমর্থনের আবেদন জানান হলদিয়ার ফুটবলপ্রেমীদের। এদিন তাঁকে ঘিরে হলদিয়ার ক্ষুদে ফুটবলারদের হুড়োহুড়ি পড়ে যায়। এদিন ট্রফি তুলে দেন আইকেয়ারের কর্মকর্তা প্রণব দাস, বন্দরের আধিকারিক শশাঙ্কশেখর পণ্ডিত, টুর্নামেন্ট সভাপতি তথা প্রাক্তন বন্দর কর্তা অমল দত্ত প্রমুখ। ক্লাব কর্তা অমিত চক্রবর্তী ও সুজিত সাহু বলেন, টুর্নামেন্টে চ্যাম্পিয়নদের ৭০ হাজার টাকা ও ট্রফি এবং রানার্সদের ৫০হাজার টাকা ও ট্রফি দেওয়া হয়েছে। আইএফএ অনুমোদিত এই কাপ ২০০৬থেকে শুরু হয়েছে। আগামী বছর আরও বড় আকারে ১৬টি টিম নিয়ে খেলা হবে।

No comments