Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রেকিং!!ফের মরণ ফাঁদ ব্রজলালচক হাই রোডে পথ দূর্ঘটনায় মৃত ১ আহত ১

ফের মরণ ফাঁদ ব্রজলালচক হাই রোডে পথ দূর্ঘটনা

সপ্তাহ না কাটতে কাটতেই প্রায় তিনটি পথ দুর্ঘটনায় গুরুতর আহত এবং কয়েকজন মারা গেলেন হলদিয়া ব্রজলালচক ভবানীপুর থানার অন্তর্গত হাই রোড মোড়ে।আবারও পথ দূর্ঘটনা ঘটল হলদিয়ার ব্রজলাল চক হলদিয়…

 





ফের মরণ ফাঁদ ব্রজলালচক হাই রোডে পথ দূর্ঘটনা



সপ্তাহ না কাটতে কাটতেই প্রায় তিনটি পথ দুর্ঘটনায় গুরুতর আহত এবং কয়েকজন মারা গেলেন হলদিয়া ব্রজলালচক ভবানীপুর থানার অন্তর্গত হাই রোড মোড়ে।আবারও পথ দূর্ঘটনা ঘটল হলদিয়ার ব্রজলাল চক হলদিয়া মডেল স্কুলের সামনে। বালুঘাটা থেকে কুকড়াহাটি যাওয়ার রাস্তা, কয়েক কোটি টাকা খরচ করে বানানো কাজ চলছে। বালুঘাটা থেকে ব্রজলাল চক পর্যন্ত প্রায় রাস্তার কাজ সমাপ্ত রাস্তা বড় হয়েছে কিন্তু টোটো অটো ভ্যান এবং ফুটপাত ঘিরে দোকানদারদের দম-রোমা। তারই ফলে এই দুর্ঘটনা বাজারের চারটি দোকানদারদের বাজার কমিটি রয়েছে তারা দর্শকের অভিনয় ভূমিকা দেখছে ।পথ দুর্ঘটনা দিনের পর দিন ঘটেই চলছে দিবারাত্রি থাকে ভবানীপুর থানার পুলিশ ট্রাফিক তা সত্ত্বেও রাস্তা দখল করে ব্যবসা টোটো অটো দাঁড়িয়ে রয়েছে রাস্তার উপরেই সাধারণ মানুষ হেঁটে চলতে পারেনা। ঘটে চলছে পথ দুর্ঘটনা। নীরব প্রশাসন, দর্শকের ভূমিকায় পুলিশ? রানিচক থেকে মেচাদা পর্যন্ত সমস্ত মোড় ফুটপাত মুক্ত হয়েছে। কেবলমাত্র ব্রজলালচক হাই রোডে ফুটপাত দখল করে চলছে ব্যবসা। টোটো অটো দাঁড়ানো নেই কোন নির্দিষ্ট স্ট্যান্ড। বাস যেখানেই সেখানে দাঁড়িয়ে যায়। বাসে ওঠার জন্য যাত্রীদের ছোটাছুটি করতে হয়। হলদিয়া পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ আলোক রঞ্জন দাস বলেন বারে বারে প্রশাসনকে বলেও কোন কাজ হয়নি, মানুষের জীবন নিয়ে  ছেলে খেলামি করছে পুলিশ প্রশাসন। নজরদিক জেলা ও স্থানীয় প্রশাসন। প্রসঙ্গত আজ ব্রজলাল চক থেকে চৈতন্যপুর রাস্তায় আসার সময় এক সাইকেল আরোহীকে জোরে ধাক্কা মারে একটি যাত্রী বোঝাই বাস,গুরুতর জখম সাইকেল আরোহীকে স্থানীয় ভবানীপুর থানার পুলিশ উদ্ধার করে দুর্গাচক মহকুমার হাসপাতালে পাঠায়। নাম ও ঠিকানা এখনও জানা যায়নি।

No comments