Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নন্দকুমার এ বামেদের আবাস নিয়ে বিক্ষোভ

পূর্ব মেদিনীপুর জেলার আবাস যোজনা নিয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখা গিয়েছিল। প্রকৃত মানুষ যাদের আবাস যোজনা পাওয়া দরকার তাদের নাম কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ বিজেপি সিপিআইএম বিরোধী রাজনৈতিক দল তারা প্রতিবাদ জানিয়েছিলেন।
পূর্…

 




পূর্ব মেদিনীপুর জেলার আবাস যোজনা নিয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখা গিয়েছিল। প্রকৃত মানুষ যাদের আবাস যোজনা পাওয়া দরকার তাদের নাম কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ বিজেপি সিপিআইএম বিরোধী রাজনৈতিক দল তারা প্রতিবাদ জানিয়েছিলেন।


পূর্ব মেদিনীপুর জেলা সিপিআইএমের উদ্যোগে বিভিন্ন পঞ্চায়েত সমিতির অফিসে সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট ডেপুটেশন অব্যাহত রয়েছে। নন্দকুমার এ বামেদের আবাস নিয়ে বিক্ষোভ। নন্দকুমার বিডিও অফিসে আবাস যোজনায় দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ। বিক্ষোভ হটাতে পুলিশের লাঠিচার্জ। পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে বাম কর্মী সমর্থকেরা। ইটের আঘাতে আহত প্রায় চারজন পুলিশ কর্মী। লাঠিচার্যে আহত বেশ কিছু বাম কর্মী। ব্যাপক উত্তেজনায় এলাকায়। নামানো হচ্ছে রেপ কমব্যাট ফোর্স।


আবাস প্লাসে অনিয়মের অভিযোগে নন্দকুমারে সিপিএমের ডেপুটেশন ঘিরে শুক্রবার রণক্ষেত্র হল এলাকা। পুলিস-সিপিএম কর্মীদের সংঘর্ষে তুমুল উত্তেজনা ছড়ায়। সিপিএমের জেলা সম্পাদক নিরঞ্জন সিহি, ডিওয়াইএফের জেলা সম্পাদক পরিতোষ পট্টনায়েক সহ ১২ জন নেতা-কর্মীকে আটক করেছে নন্দকুমার থানার পুলিস। মারামারিতে দু'পক্ষের বেশ কয়েকজন জখম হয়েছেন। ইটের আঘাতে জখম হয়েছেন চার পুলিসকর্মী।
আবাস প্লাসে অনিয়মের অভিযোগে সিপিএমের পক্ষ থেকে এদিন বিকেল ৩টেয় নন্দকুমার বিডিও অফিসে ডেপুটেশন কর্মসূচি ছিল। সেইমতো সিপিএমের লোকজন বিডিও অফিস চত্বরে জড়ো হন। প্রথমে সিপিএম কর্মীরা গেট বিক্ষোভ। খুলে সকলে ভিতরে ঢুকে যান। যদিও সেই মুহূর্তে বিডিও অফিসে ছিলেন না। ব্লক অফিসের কম্পিউটার ঘরে তিনি আবাস প্লাসের কাজে ব্যস্ত ছিলেন। সিপিএম কর্মীরা বিডিওকে অফিসে দেখতে না পেয়ে বেরিয়ে এসে রাস্তা অবরোধ শুরু করেন। কিছুক্ষণ পর বিডিও শানু বক্সি নিজের অফিসে বসেন। তখন সিপিএম কর্মীরা বিডিওকে তাঁদের সামনে আসতে হবে বলে ঘোষণা করেন। এদিকে, বিডিও না আসায় জোর করে গেট ঠেলে তাঁরা ঢোকার চেষ্টা করেন। এনিয়ে পুলিসের সঙ্গে সংঘাত বাধে। দু'পক্ষের মধ্যে মারামারি বেধে যায়। নন্দকুমার থানার ওসি মনোজ ঝা বলেন, ডেপুটেশন দিতে আসা কয়েকজন পুলিসের উপর প্রথমে চড়াও হন। তারপর পুলিসকে পরিস্থিতি আয়ত্তে আনতে হয়েছে। সিপিএমের জেলা সম্পাদক নিরঞ্জন সিহি বলেন, আমরা আবাস প্লাসে দুর্নীতির বিরুদ্ধে ডেপুটেশন কর্মসূচি হয়েছে। নিয়েছিলাম। পুলিস আমাদের উপর নির্বিচারে আক্রমণ করেছে। আমাদের ১০-১২জনকে গ্রেপ্তার করা হয়েছে


No comments