Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

১১ বছর তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকেও অন্ধকারে থাকতে হয় দুটি গ্রামকে

১১ বছর তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকেও অন্ধকারে থাকতে হয় দুটি গ্রামকে
স্বাধীনতার ৭৪ তম বর্ষ পার হয়ে গিয়ে ৭৫ তম বর্ষে পড়েও এখনো শিল্প শহরে অনেক জায়গাতেই বিদ্যুৎ নেই। বাম যমুনা ৩৪ বছর কেটেছে কিন্তু ১১ বছর তৃণমূল কংগ্রেস ক্ষমতা থাকা…

 




১১ বছর তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকেও অন্ধকারে থাকতে হয় দুটি গ্রামকে


স্বাধীনতার ৭৪ তম বর্ষ পার হয়ে গিয়ে ৭৫ তম বর্ষে পড়েও এখনো শিল্প শহরে অনেক জায়গাতেই বিদ্যুৎ নেই। বাম যমুনা ৩৪ বছর কেটেছে কিন্তু ১১ বছর তৃণমূল কংগ্রেস ক্ষমতা থাকা সত্ত্বেও এখনো গ্রামে বিদ্যুৎ নেই। অভিযোগ করলেন শাসকদলের কাউন্সিলরদের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেস সার্বভ ভারতীয় রাজ্য মুখপাত্র কুনাল ঘোষ সকালে মর্নিং ওয়ার্ক কে বেরিয়ে বিভিন্ন এলাকার যেতেই এলাকার মানুষ দাবি করলেন বিদ্যুতের জন্য। ১৯৯৭ সালের ৮ই জুন দিয়া পৌরসভার বোর্ড গঠন হয়েছিল প্রথম আসছে থেকে একটানা পৌর পৌর পরিষেবা দিয়েছিলেন বামপন্থীরাই ২০১৫ সালে বামপন্থীরা বোর্ড গঠন করলেও ঠিক তার পাঁচ মাস পরেই অনাস্থা ডেকেছিলেন শাসক দল তৃণমূল। তৃণমূল আস্তা ভোটে জয় লাভ করে। চেয়ারম্যান হয়েছিল দেবপ্রসাদ মন্ডল ২০১৭ সালে পৌর নির্বাচনের মধ্য দিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিলেন তৃণমূল কংগ্রেস। দীর্ঘ সময় কেটেছে পৌরসভার মেয়াদ শেষ হয়েছে ৫ই সেপ্টেম্বর ৬ সেপ্টেম্বর থেকে পৌর প্রশাসক নিয়োগ হয়েছে। পৌরসভা নির্বাচন কবে হবে সে নিয়ে ধন্দে রয়েছে। প্রত্যেকটি রাজনৈতিক দল তারা দাবি করছেন যথা সময়ে নির্বাচন করার জন্য। কিন্তু এখনো নির্বাচনের দিন খন কোনটাই ঠিক নেই ।তার মধ্যেই শাসকদলের মুখপাত্রের কাছে এলাকার মানুষের দাবি তুলে ধরলেন তারা বিদ্যুৎ পাচ্ছেন না ।স্থানীয় কাউন্সিলর এবং সাংসদকে বলেও কোন কাজ হয়নি। রাজ্য মুখপাত্র কোনাল ঘোষ বলেন ভাবা যায়? দুটি গ্রাম। স্বাধীনতার পর থেকে এখনও যাদের বিদ্যুৎ আসেনি। হলদিয়া পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডে বিষ্ণুরামচক এবং সৌতনপুর। দীর্ঘ বামজমানায় এবং পরবর্তীকালে অধিকারীরাজ, বারবার আবেদন নিষ্ফলা।

  কাঁথি থেকে হলদিয়া চলে এসেছি। সকালে মাখনবাবুর বাজার মোড়ে বসে চা খাচ্ছিলাম। নাগরিকদের সঙ্গে কথোপকথন। সেই সময়ই অভিযোগ, দুই গ্রামে বিদ্যুত নেই। রাস্তাও খারাপ। শুভেন্দু এবং শ্যামল আদকের বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ। অতঃপর তাঁদের অনুরোধে তাঁদের গ্রামে গেলাম। বন্দরের জমি সংক্রান্ত কিছু জটিলতা আছে শুনলাম, কিন্তু তাতেও অন্যত্র বিদ্যুত আছে। সবুজ গ্রাম, একাধিক পুকুর, শান্ত সুন্দর লাগল। সকলের অনুরোধ, যুগে যুগে সবাই শুধু প্রতিশ্রুতি দিয়েছে। এবার তৃণমূল বিদ্যুত আনতে সক্রিয় হোক। দেখলাম। শুনলাম। দেখা যাক কী করা যায়

No comments