Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বেআইনি হিজলি টাইডাল ক্যানেলের জায়গায় পাকা বাড়ি নির্মাণ করার বন্ধের নোটিশ দিতে গিয়ে অফিসারদের প্রচন্ড মারধর

বেআইনি হিজলি টাইডাল ক্যানেলের জায়গায় পাকা বাড়ি নির্মাণ করার বন্ধের নোটিশ দিতে গিয়ে অফিসারদের প্রচন্ড মারধর সম্প্রতি মহিষাদল ব্লকের অন্তর্ভুক্ত কাঞ্চনপুর গ্রামে হিজলি টাইডাল ক্যানেল (Hijli Tidal Canal )পাড়ে ইরিগেশন অর্থাৎ  সে…

 


বেআইনি হিজলি টাইডাল ক্যানেলের জায়গায় পাকা বাড়ি নির্মাণ করার বন্ধের নোটিশ দিতে গিয়ে অফিসারদের প্রচন্ড মারধর

 সম্প্রতি মহিষাদল ব্লকের অন্তর্ভুক্ত কাঞ্চনপুর গ্রামে হিজলি টাইডাল ক্যানেল (Hijli Tidal Canal )পাড়ে ইরিগেশন অর্থাৎ  সেচ দপ্তরের জায়গায় একটি পাকা বাড়ি তৈরি করাকে কেন্দ্র করে গন্ডগোল বাঁধে। এলাকার স্থানীয় বাসিন্দারা গেঁওখালি সেচ দপ্তরের অফিসে অভিযোগ জানায়। আজ বিকেল ৩ টায় গেঁওখালি সেচ দপ্তর থেকে দু'জন অফিসিয়াল স্টাফ শেখ আফতাব ও শেখ সাহাবুদ্দিন ঘটনাস্থলে পরিদর্শন করতে আসেন। এবং লিখিত নোটিশ দিয়ে বাড়ি নির্মাণ করা নিষেধ করতে গেলে দুইজন অফিসারকে বেঁধে প্রচন্ড মারধর করে। ঘটনার খবর পেয়ে মহিষাদল থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থলে যান। সেচ দপ্তরের দু'জন অফিসারকে মারধরের হাত থেকে উদ্ধার করে মহিষাদল বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে  নিয়ে যান। গনধোলাইয়ে একজন গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছেন গেঁওখালি  সেচ দপ্তরের স্টাফ শেখ হাবিবুর রহমান। মহিষাদল থানার অফিসার -ইন-চার্জ প্রলয় কুমার চন্দ্র জানান ,যাদের বাড়ি তৈরি করাকে কেন্দ্র করে গন্ডগোল বেঁধেছিল।  নব নির্মাণ করা বাড়িওয়ালার স্বামী- স্ত্রীকে মহিষাদল থানায় পুলিশ প্রশাসন জিজ্ঞাসাবাদ করার জন্য ঘটনাস্থল থেকে থানায় নিয়ে আসে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়। যে জায়গায় বাড়িতে নির্মাণ করা  হচ্ছে ।সেই জায়গাটি পুরোটাই সেচ দপ্তরের। সরকারি অফিসারা বাধা দিতে গেলে উল্টে তাদেরকে প্রচন্ড বেঁধে মারধর করে বলে জানিয়েছেন, তমলুক সেচ দপ্তরের এস.ডি.ও সৌরভ দাস এবং গেঁওখালি সেচ দপ্তরের (সেকশন) জুনিয়র ইঞ্জিনিয়ার তন্ময় বড়াল। সৌরভবাবু আরও জানান, আগামীকাল দু'জন স্টাফকে তমলুকে  ঘটনার পুঙ্খানুপুঙ্খভাবে জানার জন্য ডাকা হয়েছে।

No comments