Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

১৫ ডিসেম্বরের মধ্যে সমস্ত কারখানার সেফটি অডিট রিপোর্ট জমার নির্দেশ

১৫ ডিসেম্বরের মধ্যে সমস্ত কারখানার সেফটি অডিট রিপোর্ট জমার নির্দেশ আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে হলদিয়ার সমস্ত কারখানাকে জেলা প্রশাসনের কাছে সেফটি অডিট রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজি। সো…

 




১৫ ডিসেম্বরের মধ্যে সমস্ত কারখানার সেফটি অডিট রিপোর্ট জমার নির্দেশ

 আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে হলদিয়ার সমস্ত কারখানাকে জেলা প্রশাসনের কাছে সেফটি অডিট রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজি। সোমবার হলদিয়া ভবনে শিল্পসংস্থার প্রতিনিধিদের নিয়ে বৈঠকে এই নির্দেশ দেন জেলাশাসক। তিনি বলেন, কারখানা পরিদর্শকের দপ্তরের পাশাপাশি এবার থেকে জেলা প্রশাসনের কাছেও প্রতি মাসে প্রতিটি কারখানার সুরক্ষা সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে। কোন কারখানায় কী ধরনের সমস্যা হচ্ছে, কোথাও শ্রমিক সমস্যা হলে দ্রুত জেলা প্রশাসনকে জানাতে হবে। হলদিয়ার বিভিন্ন কারখানায় কর্মরত অবস্থায় সম্প্রতি কয়েকজন শ্রমিক অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি বন্দরের কাজে ঠিকাদারের শ্রমিক সরবরাহ নিয়ে গণ্ডগোল দ্রুত মিটিয়ে ফেলার পরামর্শ দেন।

হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের ডাকা এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন পুলিস সুপার অমরনাথ কে, এইচডিএর চেয়ারম্যান জোতির্ময় কর, সংস্থার চিহ্ন এগজিকিউটিভ অফিসার কোন্থাম সুধীর, হলদিয়ার অতিরিক্ত পুলিস সুপার শ্রদ্ধা পাণ্ডে, হলদিয়ার মহকুমা শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় প্রমুখ। সম্প্রতি হলদিয়া বন্দরে শ্রমিক নিয়ে জটিলতার কারণে পরপর পণ্য ওঠানামার কাজ বন্ধ থাকার ঘটনায় ক্ষুব্ধ জেলাশাসক। তিনি প্রতি মাসে কারখানাগুলিকে নিয়ে এইচডিএর নেতৃত্বে রিভিউ মিটিং করার নির্দেশ দেন। এইচডিএ ছাড়াও ওই মিটিংয়ে তিনি অতিরিক্ত পুলিস সুপার, এসডিও এবং এসডিপিওকে কমিটির মধ্যে রাখতে বলেন। 


No comments