Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পঞ্চায়েত ভোটের দলীয় প্রার্থীর নাম ঘোষণার আগেই দেওয়াল দখলের চেষ্টা

পঞ্চায়েত ভোটের দলীয় প্রার্থীর নাম ঘোষণার আগেই দেওয়াল দখলের চেষ্টা ২০২৩ এ পঞ্চায়েত নির্বাচন। আর পঞ্চায়েত ভোটের দলীয় প্রার্থীর নাম ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে দুই যুদুধান রাজনৈতিক দলের দেওয়াল লিখন কে কেন্দ্…

 



পঞ্চায়েত ভোটের দলীয় প্রার্থীর নাম ঘোষণার আগেই দেওয়াল দখলের চেষ্টা 

২০২৩ এ পঞ্চায়েত নির্বাচন। আর পঞ্চায়েত ভোটের দলীয় প্রার্থীর নাম ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে দুই যুদুধান রাজনৈতিক দলের দেওয়াল লিখন কে কেন্দ্র করে শুরু হল রাজনৈতিক তরজা। যদি ও বাএখনো কোনো রাজনৈতিক দলের প্রার্থীর  নামই ঘোষণা হয়নি। তার পূর্বে বিভিন্ন জায়গায় এই রাজনৈতিক দলের দেওয়াল লিখন কে হাতিয়ার করে ২০২৩ এ পঞ্চায়েত ভোটে দামামা বাজিয়ে দিল দুই রাজনৈতিক দল। ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে বিভিন্ন জায়গায় রাজনৈতিক দলের দেওয়াল লিখন শুরু হয়েছে। সেই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের পঞ্চায়েত স্তরে ওবুথ স্তরেপাড়া ভিত্তিক বৈঠক শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল।বিজেপি তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সাহেব দাস বলেন নন্দীগ্রাম হচ্ছে রাজনীতির পিঠস্থান, এখান থেকেই রাজ্্য রাজনীতির পালাবদলের ভাগ্য লিখন তৈরি হয়। তাই আমরা আগে থেকে প্রস্তুত রয়েছি এই পঞ্চায়েত ভোটে লড়ার জন্য ।সাহেব বাবু বলেন আমরা দেওয়ার লিখনের এবারের মূল ইস্যু হলো সরকারের দুর্নীতি গুলিকে মানুষের সামনে তুলে ধরা। যেভাবে একের পর এক দুর্নীতিগ্রস্ত হয়ে তৃণমূল নেতারা জেল খাটছেন তা মানুষের কাছে তুলে ধরাই আমাদের পঞ্চায়েত ভোটের আসল লক্ষ্য। অপরদিকে তৃণমূল কর্মীরাও দেওয়াল লিখনে পিছিয়ে নেই। তারাও নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে দেওয়াল লিখন শুরু করেছেন কোন প্রার্থীর নাম না লেখা থাকলেও সেখানে তৃণমূলের বিভিন্ন রকম সরকারের উন্নয়নমূলক যে কর্মসূচি তা কিন্তু দেওয়াল লিখন এর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ।নন্দীগ্রাম দুই ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য 

"মদন বর্মন "বলেন যতই বিরোধীরা দেওয়াল লিখন করুক আর তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার করুক না কেন মানুষ সরকারের উন্নয়নের পক্ষে ভোট দেবেন তাই আমরা সরকারের উন্নয়নমূলক কর্মসূচি গুলিকে দেওয়াল লিখন এর মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।

No comments