এগরা ১ ব্লকের আলংগিরি রাসাষ্টমী মেলার সূচনা হল
পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের আলংগিরি রাসাষ্টমী মেলার সূচনা হল রবিবার। এদিন প্রাচীন ও ঐতিহ্যবাহী রাস উৎসবের উদ্বোধন করেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি। তিনি বলেন, "এগরা বিধ…
এগরা ১ ব্লকের আলংগিরি রাসাষ্টমী মেলার সূচনা হল
পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের আলংগিরি রাসাষ্টমী মেলার সূচনা হল রবিবার। এদিন প্রাচীন ও ঐতিহ্যবাহী রাস উৎসবের উদ্বোধন করেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি। তিনি বলেন, "এগরা বিধানসভা এলাকায় বহু প্রাচীন মন্দির রয়েছে। আমরা এখানে এই ঐতিহ্যকে ধরে রেখেছি। এখানে দূরদূরান্ত থেকে বহু মানুষের সমাগম ঘটে। সকলের উপরে শ্রী শ্রী রাধাগোকূলানন্দ জিউর আশীর্বাদ থাকলো।" উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা সভাধিপতি উত্তম বারিক, এগরা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ, ব্লকের বিডিও সুমন ঘোষ, জেড়থান গ্রাম পঞ্চায়েতের প্রধান সুষমা প্রধান, উপ-প্রধান বিজন বিহারি সাউ, সঞ্চালক আইয়ুব খান, সমাজসেবী সব্যসাচী দাস প্রমুখ। রাধাগোকূলানন্দ জিউ ট্রাস্ট কমিটির সভাপতি বিজন বিহারি সাউ জানিয়েছেন, সাতদিন ধরে চলবে এই অনুষ্ঠান। রয়েছে নামযজ্ঞ সহকারে অন্নদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকার মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
No comments