অনলাইন পেমেন্ট করতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন হলদিয়ার চৈতন্যপুরের ফল ব্যাবসায়ী এলাকার লক্ষ্মীকান্ত মাইতি নামে এক ফল ব্যবসায়ী। বেঙ্গালুরু থেকে আম আনতে গিয়ে প্রতারকদের খপ্পরে ১ লক্ষ ৭৪ হাজার টাকা খুইয়েছেন বলে অভিযোগ। এই ম…
অনলাইন পেমেন্ট করতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন হলদিয়ার চৈতন্যপুরের ফল ব্যাবসায়ী
এলাকার লক্ষ্মীকান্ত মাইতি নামে এক ফল ব্যবসায়ী। বেঙ্গালুরু থেকে আম আনতে গিয়ে প্রতারকদের খপ্পরে ১ লক্ষ ৭৪ হাজার টাকা খুইয়েছেন বলে অভিযোগ। এই মর্মে তিনি সুতাহাটা থানায় অভিযোগ দায়ের করেছেন।
পুলিস সূত্রে জানা গিয়েছে, আমের সিজনে বেঙ্গালুরু থেকে আম আনার জন্য উত্তর ২৪ পরগনার শ্যামনগরের একটি এজেন্সির সঙ্গে তাঁর চুক্তি হয়। লক্ষ্মীকান্তবাবুর দাবি, তিনি সরল বিশ্বাসে গত ১৭ থেকে ১৯মের মধ্যে ওই এজেন্সির মালিকের অ্যাকাউন্টে ও ফোন পে অ্যাপে ১ লক্ষ ৪৫ হাজার টাকা পেমেন্ট করেন। এরপর আম আনার ট্রান্সপোর্ট খরচ বাবদ ওই এজেন্সিকে আরও ২৯ হাজার টাকা পেমেন্ট করেন অনলাইনে। অভিযোগ, টাকা দেওয়ার পরও চুক্তিমতো এজেন্সি আম পাঠায়নি তাঁকে। পাঁচ মাস ধরে বারবার টাকা ফেরত চাইলেই লক্ষ্মীকান্তবাবুকে ফোনে হুমকিও দেওয়া হয়। শেষমেশ তিনি ১৮ অক্টোবর সুতাহাটা থানায় এজেন্সির নামে অভিযোগ দায়ের করেন। পুলিস জানিয়েছে, তদন্ত চলছে।
No comments