Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ধুমধাম করে মল্লিক বাড়িতে "বড়ির বিয়ে"

ধুমধাম করে মল্লিক বাড়িতে "বড়ির বিয়ে" কথিত আছে অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার বাড়ির শুভ কাজ শুরু করার আগে বড়ির বিয়ে দিতে হয়। প্রচীন কাল থেকে জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি মহিষাদলে এখনো সেই রীতি মেনে " বড়ির বিয়ে…

 




ধুমধাম করে মল্লিক বাড়িতে "বড়ির বিয়ে"

 কথিত আছে অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার বাড়ির শুভ কাজ শুরু করার আগে বড়ির বিয়ে দিতে হয়। প্রচীন কাল থেকে জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি মহিষাদলে এখনো সেই রীতি মেনে " বড়ির বিয়ে" দেওয়া হয়। মহিষাদলের তেরপেখ্যা গ্রামে মল্লিক বাড়িতে ধরা পড়লো সেই ছবি।সকাল থেকে পরিবারের মেয়েরা উপোস থেকে বিউরির ডাল ভিজিয়ে রেখে তাকে বেটে বড়ি তৈরি করে। বর, কনের পাশে আরো ছোট ছোট কয়েকটি বড়ি রাখা হয়। তাদের বর ও কন্যাযাত্রী বলা হয়। বর ও বৌ এর বড়িগুলো বড় হয় আর বর আর কন্যাযাত্রীরা একটু ছোট সাইজের হয়।বড়ির বিয়ে দেওয়া হয় কেন, মহিষাদল রাজবংশের স্বর্ণকার মল্লিক পরিবারের কাছে এই প্রশ্নের উত্তর এঅজানা। মল্লিক পরিবারের  গৃহকত্রী মনিকা মল্লিকের কথায়, বিয়ের পর এ বাড়িতে আসার পর থেকে এই অনুষ্ঠান দেখে আসছেন তিনি। আগে তাঁর শাশুড়ি বড়ির বিয়ে দিতেন। সেই প্রথা মেনে এখন তিনি দেন। বড়ির বর, কনে তৈরি করার জন্য নতুন বিউলি ডাল প্রথমে বেটে ভালো করে ফেটিয়ে একটি পাথরের উপর বা পরিস্কার কোন জায়গায় বড়ি দেওয়াই নিয়ম। আসলে অগ্রহায়ণ থেকে তো বিয়ে, নবান্ন ইত্যাদি নানা অনুষ্ঠানের সূচনা। তাই হয়তো বড়ির বিয়ে দিয়ে বড়ি বানানোর শুভ কাজ শুরু করার প্রথা এটা। প্রচলিত ধারণা হল, বড়ির বিয়ে দিলে পরিবারের সবার কল্যাণ হবে। কেন, কবে, কে এই রীতি চালু করেছিলেন, তা জানেন না তিনি। পরম্পরা ধরে এই অনুষ্ঠান হয়ে আসছে। এখন মনিকা দেবির সাথে হাতে হাত লাগাচ্ছেন পরিবারের নতুন বৌমা পুস্পিতা রায় মল্লিক। তিনি জানান, এই বাড়িতে আসার পর বড়ির বিয়ের বিষয়টি জানতে পারলাম। পরিবারের লোকজন বড়ির বিয়ের আয়োজন করছিলো আমি তাদের সাহায্য করেছি। প্রচীন এই ধরনের রীতি এখনো মেনে চলা হচ্ছে এবং তাতে অংশ নিতে পেরে খুব ভালো লাগছে।।

No comments