গ্রাম জাগাও কর্মসূচিতে হলদিয়া পৌর এলাকায় বুথে বুথে পদযাত্রাআজ ১২ নভেম্বর সিআইটিইউ-হলদিয়া দক্ষিণ রিজিওন্যাল কমিটির উদ্যোগে ১ টি মিছিল ২৪,২৫ নং ওয়ার্ড এলাকায় ৬ টি বুথের পাড়ায় পাড়ায় প্রায় ৬ কিলোমিটার পথে পদযাত্রা হয় । প…
গ্রাম জাগাও কর্মসূচিতে হলদিয়া পৌর এলাকায় বুথে বুথে পদযাত্রা
আজ ১২ নভেম্বর সিআইটিইউ-হলদিয়া দক্ষিণ রিজিওন্যাল কমিটির উদ্যোগে ১ টি মিছিল ২৪,২৫ নং ওয়ার্ড এলাকায় ৬ টি বুথের পাড়ায় পাড়ায় প্রায় ৬ কিলোমিটার পথে পদযাত্রা হয় ।
পদযাত্রার মূল দাবি
১) হলদিয়া শিল্পনগরীকে বাঁচাতে--২) হলদিয়া পৌরসভার ভোট দ্রুততার সাথে করতে হবে---৩) চোর তোলাবাজ তাড়াও---৪) বাংলা বাঁচাও
উপস্থিত ছিলেন সিআইটিইউ নেতৃত্ব অচিন্ত্য শাসমল, রিনা পাহাড়ি , দেবেশ আদক , নজরুল ইসলাম,শক্তিপদ মাইতি ,অমল নায়েক,মহিম কুইতি ,গুরুপদ পাল,পুলিন জানা সহ প্রমুখ।
No comments