Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এলসিএল লজিস্টিক শিবা লজিস্টিক নামে আত্মপ্রকাশ করলেন

এলসিএল লজিস্টিক শিবা লজিস্টিক নামে আত্মপ্রকাশ করলেন।পূর্ব মেদিনীপুর জেলার শিল্প-সংস্কৃতিক শহর হলদিয়া। হলদিয়া পৌরসভা অন্তর্গত ১৭ নম্বর ওয়ার্ডে এলসিএল লজিস্টিক শিবা লজিস্টিক নামে আত্মপ্রকাশ করলেন। দীর্ঘ আট মাস সে রকম কোন কাজকর্ম…

 



এলসিএল লজিস্টিক শিবা লজিস্টিক নামে আত্মপ্রকাশ করলেন।

পূর্ব মেদিনীপুর জেলার শিল্প-সংস্কৃতিক শহর হলদিয়া। হলদিয়া পৌরসভা অন্তর্গত ১৭ নম্বর ওয়ার্ডে এলসিএল লজিস্টিক শিবা লজিস্টিক নামে আত্মপ্রকাশ করলেন। দীর্ঘ আট মাস সে রকম কোন কাজকর্ম না থাকায় বন্ধ হয়ে গিয়েছিল। শ্রমিকদের  কাজ না থাকা সত্ত্বেও বেতন দিয়েছেন  শিবা লজিস্টিক । আজ তাদের কাস্টম বন্ডের লাইসেন্স হওয়াতে খুশি সকলে। পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডে শিবা লজিস্টিক নতুন করে কাজ শুরু করবে প্রায় ৩০০  শ্রমিক এই সংস্থার সঙ্গে যুক্ত সকলেই আনন্দিত। হলদিয়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড ফাইভ স্টার গ্রুপ অফ কোম্পানির জায়গায় দীর্ঘদিন ভাড়া নিয়ে এল সি এল লজিস্টিক তাদের কাজকর্ম শুরু করেছিলেন। এল সি এল লজিস্টিক এখন শিবা লজিস্টিক হিসেবেই পরিচিত ঘটলো। তাদের লাইসেন্স রেন্যুয়াল হওয়াতে ফাইভ স্টার গ্রুপ অফ কোম্পানির কর্ণধার শেখ মজাফফর সাহেব শিবা লজিস্টিকের কর্তৃপক্ষএবং স্থানীয় শ্রমিকদের শুভেচ্ছা জানিয়েছেন।এই সুখবর  জানালেন শিবা লজিস্টিকের হলদিয়া শাখা ইনচার্জ দেবাশীষ কর্মকার।

তিনি বলেন দীর্ঘ ৮ মাস সেই কাজ সে রকম ছিল না। সোমবার ৭ ই নভেম্বর কলকাতা অফিস থেকে কোম্পানির শীর্ষ কর্তা অজিত বিশ্বাস হলদিয়া অফিসকে জানানোর মাত্র নতুন করে কাজের তোড়জোড় শুরু হয় । হলদিয়ার ইনচার্জ দেবাশিস কর্মকারের দেওয়া বার্তা পাওয়া মাত্র কোম্পানির ৩০০ শ্রমিক,কর্মচারী অফিসে ভিড় করেন । ফের কাজের সূচনায় এদিন পদস্থ কর্তাদের মধ্যে হাজির ছিলেন মোহনলাল কৌরি,নীলেশ সরকার,শুভাশিস দাস প্রমুখ । হলদিয়ার দায়িত্ব প্রাপ্ত কর্তা দেবাশিস কর্মকার জানান,"সরকারি লাইসেন্স পেয়ে পুনরায় কাজ চালু করলাম আমরা । সমস্ত কর্মচারী উৎসাহ নিয়ে কাজে যোগ দিয়েছেন । তাঁদের হাতে কাজ ফিরিয়ে দিতে পেরে আমরা খুশি । হলদিয়া আরও কর্ম মুখর হবে আশা করছি ।" কোম্পানির ডি-ঘাসীপুর অফিস চত্বর ঘিরে এখন শুধুই কর্ম ব‍্যস্ততা । শিবা লজিস্টিক এর লাইসেন্সের রেন্যুয়াল হওয়াতে  খুশি শ্রমিক রাজেশ খাঁন


 শিবা লজিস্টিক ফাইভ স্টার কোম্পানির জায়গাতেই ভাড়া নিয়ে সি এফ এস চালিয়ে আসছিলেন দীর্ঘদিন ধরে। এই খবর পেয়ে সকল শ্রমিক এবং কর্তৃপক্ষকে ধন্যবাদ জানালেন হলদিয়া ফাইভ স্টার গ্রুপ অফ কোম্পানির কর্ণধার শেখ মজাফফর।

No comments