Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

৪৬২ তম বর্ষের ময়নায় ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু

দু'বছর পর ময়নায় ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু

দু'বছর বন্ধ থাকার পর  মঙ্গলবার থেকে শুরু হল ময়নার ঐতিহ্যবাহী রাস উৎসব। বিকেল ৩টেয় ময়না বিডিও অফিস থেকে শোভাযাত্রা বের হয়। সেই শোভাযাত্রা রাসমঞ্চে পৌঁছনোর পর উদ্বোধনী অনুষ্ঠান …

 




দু'বছর পর ময়নায় ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু



দু'বছর বন্ধ থাকার পর  মঙ্গলবার থেকে শুরু হল ময়নার ঐতিহ্যবাহী রাস উৎসব। বিকেল ৩টেয় ময়না বিডিও অফিস থেকে শোভাযাত্রা বের হয়। সেই শোভাযাত্রা রাসমঞ্চে পৌঁছনোর পর উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। এবার ময়নার ঐতিহ্যবাহী রাস উৎসব ৪৬২তম বছরে পড়ল। রাসমন্দিরে রাজ পরিবারের কুলদেবতা শ্রীশ্রী শ্যামসুন্দর জিউর পুজো হয়। ২৩ নভেম্বর পর্যন্ত রাসমেলা চলবে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর থেকে কাতারে কাতারে মানুষ ময়নার রাসমেলায় ভিড় জমান। বিকেল ৪টেয় উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক সৌমেন মহাপাত্র এবং পুলিস সুপার অমরনাথ কে উদ্বোধক হিসেবে। এছাড়াও বিডিও. বিএমওএইচ সহ জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

No comments