Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শুভেন্দুর কাজে খুব্দ হয়ে নন্দীগ্রামের ৬০ জন বিজেপি নেতৃত্ব দল ছাড়লেন,কোন দলে যাবে আগামীদিন সময় বলবে জানালেন দলত্যাগী বিজেপি নেতৃত্ব

শুভেন্দুর কাজে খুব্দ হয়ে  নন্দীগ্রামের ৬০ জন বিজেপি নেতৃত্ব দল ছাড়লেন,কোন দলে যাবে আগামীদিন সময় বলবে জানালেন দলত্যাগী বিজেপি নেতৃত্ব
রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর কাজে খুব্দ হয়ে আগেই গত ২২ শে অক্ট…

 




শুভেন্দুর কাজে খুব্দ হয়ে  নন্দীগ্রামের ৬০ জন বিজেপি নেতৃত্ব দল ছাড়লেন,কোন দলে যাবে আগামীদিন সময় বলবে জানালেন দলত্যাগী বিজেপি নেতৃত্ব


রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর কাজে খুব্দ হয়ে আগেই গত ২২ শে অক্টোবর  বিজেপির পদ ছেড়েছিলেন জেলা কমিটির সদস্য তথা চন্ডিপুর বিধানসভার বিজেপির পর্যবেক্ষক জয়দেব দাস এবং নন্দীগ্রাম বিধানসভা নির্বাচনে বিজেপির কনভেনর এবং রাজ্য যুব মৌর্চার সদস্য বটকৃষ্ণ দাস। তাদের নেতৃত্ব মঙ্গলবার তনলুকের নিমতৌড়ির স্মৃতি শৌধের হলঘরে সাংবাদিক সম্মেলন করে নন্দীগ্রামের দুই বিজেপি নেতৃত্বের সাথে প্রায় ৬০ জন বিজেপি দল ছাড়লো  বলে জানিয়ে দেয়। দলত্যাগ করার একমাত্র অভিযোগ, শুভেন্দু বিজেপিতে যোগদান করার আগেই আমরা নন্দীগ্রামে সংগঠন গড়ে তুলেছিলাম।আমরা দেশের জন্য দলের জন্য দল করতাম।কিন্তু শুভেন্দু বিজেপিতে যোগদান করার সময় বলেছিলেন দলের কর্মী হয়ে দেওয়াল লিখন, পোষ্টার মারার কাজ করতে রাজি। দলে যোগদান করার পর একছত্র দল করে যাচ্ছেন। আমরা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, প্রাক্তন রাজ্যসভাপতি দিলীপ ঘোষ এবং জেলা সভাপতি তপন ব্যানার্জিকে বিষয়গুলো জানানো হলেও কোনো কর্ণপাত দেয়নি। দলটি ব্যক্তিত্রান্তিক হয়ে পড়েছে তাই জয়দেব দাস ও বটকৃষ্ণ দাসের নেতৃত্বে দল ত্যাগ করে। তারা আরও জানান, শুভেন্দু অধিকারী সবজায়গায় বলে থাকেন, আমি নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছি। এই কথাটা শুভেন্দুর মানায় না। কারন আমাদের মতো নেতৃত্বরা যদি কাজ না করতো তাহলে তিনি জিততে পারতেন না। তারা চ্যালেঞ্জ করে জানায় আমাদের ছাড়া নন্দীগ্রামে নির্বাচনে শুভেন্দু জয়লাভ করে দেখাক। তাহলে বুঝবো উনার ক্ষমতা আছে।।

No comments