Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া বন্দরের অন্য বোঝাই জাহাজের অবশেষে কাজ শুরু হল

হলদিয়া বন্দরের অন্য বোঝাই জাহাজের  অবশেষে কাজ শুরু হল১২ নভেম্বর বিকাল তিনটা থেকে হলদিয়া বন্দরের ভিতরে পণ্য বোঝাই জাহাজ দাঁড়িয়েছিল । দুই ঠিকাদার সংস্থার কাজের সমস্যা নিয়েই কেউ কাজেই এগোতে পারল না । সূত্রের খবর হলদিয়া বন্দরের…

 



হলদিয়া বন্দরের অন্য বোঝাই জাহাজের  অবশেষে কাজ শুরু হল

১২ নভেম্বর বিকাল তিনটা থেকে হলদিয়া বন্দরের ভিতরে পণ্য বোঝাই জাহাজ দাঁড়িয়েছিল । দুই ঠিকাদার সংস্থার কাজের সমস্যা নিয়েই কেউ কাজেই এগোতে পারল না । সূত্রের খবর হলদিয়া বন্দরের ১৩ নম্বর বার্থ কাজের বরাত পেয়েছিল  ফাইভ স্টার গ্রুপ অফ কোম্পানি। সেখানে শাসক দল বন্দর কর্তৃপক্ষ এরো কোম্পানিকে দিয়ে কাজ করানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই নিয়ে সমস্যা  বাড়ে, সারারাত ভোর এবং সারাদিন উৎকণ্ঠার মধ্যে কাটে শ্রমিকদের মধ্যে কখন কাজ শুরু হবে। হলদিয়া বন্দর কর্তৃপক্ষ দফায় দফায় দুই ঠিকাদার সংস্থার কর্ণধারদের ডেকে আলোচনা করেন জট কারলোটা অবশেষে বন্দর কর্তৃপক্ষ ১৩ নম্বর বার্থ থেকে ওই জাহাজকে ৪ এ নিয়ে গিয়ে মেশিনের সাহায্যে খালি করার সিদ্ধান্ত নিলেন। ফাইভ স্টার গ্রুপ অফ কোম্পানির শ্রমিকদের নৈতিক জয় হল বন্দরের ভিতরে মুহুর মুহুর উচ্ছ্বাস দেখা যায়।

 প্রসঙ্গত ১৩ নম্বর বার্থের অনেকগুলি জাহাজ বন্দর কর্তৃপক্ষ শাসক দলের সহযোগিতা নিয়ে কাজ করিয়েছিলেন। ফাইভ স্টার গ্রুপ অফ কোম্পানির কর্ণধার শেখ মজাফফর তার কাগজপত্র দিয়ে বন্দর কর্তৃপক্ষের কাছে হাজির হয়েছিলেন তিনি বরাত পেয়েছিলেন। ওই বার্থে কাজ করার জন্য কেন তাকে কাজ দেওয়া হচ্ছে না ।সেই নিয়েই তোলপাড় হলদিয়া নয় হলদিয়া বন্দরের ২৪ ঘন্টা কাজ বন্ধ রেখে যেন সারা ভারতবর্ষের মধ্যে সমস্ত বন্দরকে জানিয়ে দিলেন অনৈতিকভাবে বন্দর কর্তৃপক্ষ কোনো  ঠিকাদার সংস্থার উপর জোর জুলুম করাটা ঠিক নয় ।সঠিক পথে যদি চলে সঠিক সিদ্ধান্ত ঠিক সময় তিনি পাবেন ।

বর্তমানে ১৩ নম্বর বার্থ থেকে  জাহাজ ৪এ বার্থে (আই আর সি ) কোম্পানির মেশিনের সাহায্যে কাজ শুরু হল। বলে জানালেন ডঃ শ্যামা প্রসাদ মুখার্জী পোর্ট হলদিয়া কলকাতা সাধারণ সম্পাদক ও  ভারতীয় মজদুর সংঘ বিএমএস রাজ্য সহ-সভাপতি প্রদীপ বিজলী। ।

বিরোধী রাজনৈতিক দলের খবর এই জয় ফাইভ স্টার গ্রুপ অফ কোম্পানির নৈতিক জয়।

No comments