Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

৬৬ তম বর্ষ অগ্ৰণী সংঘ

৬৬ তম বর্ষ অগ্ৰণী,সংঘ চাউলখোলা 

থিম: "নারীশক্তি"প্রাচীনকাল থেকেই নারীশক্তির আরাধনায় ব্রতী হয়েছে মনুষ্য জাতি। নারী কখনও জননীরূপে অপত্যস্নেহে নমনীয়, কখনও কালীরূপে প্রলয়ঙ্করী, আবার কখনও দুর্গারূপে দশভূজা হয়ে ত্রিশূল ধরেছ…

 ৬৬ তম বর্ষ অগ্ৰণী,সংঘ চাউলখোলা থিম: "নারীশক্তি"প্রাচীনকাল থেকেই নারীশক্তির আরাধনায় ব্রতী হয়েছে মনুষ্য জাতি। নারী কখনও জননীরূপে অপত্যস্নেহে নমনীয়, কখনও কালীরূপে প্রলয়ঙ্করী, আবার কখনও দুর্গারূপে দশভূজা হয়ে ত্রিশূল ধরেছেন দুষ্টের দমনে।কখনো আবার লক্ষী রূপে ধনসম্পদ দেবী।নারীদের প্রতি শ্রদ্ধা জানিয়েই এবার পুজোয় নারীশক্তির বন্দনাকে থিম আকারে তুলে ধরছে হলদিয়ার চাউলখোলা অগ্ৰণী সংঘ।

মণ্ডপ শিল্পী ঝন্টু মাজীর ভাবনায় বাঁশের ঝুঁড়ি,বেতের কুলো,মাটির ভাঁড়ের পাশাপাশি শাঁখা-পলা সহ বিভিন্ন পরিবেশবান্ধব সামগ্রী মন্ডপ সজ্জায় ব্যবহৃত হচ্ছে। শিল্পীর ভাবনায় ও তুলির টানে যেমন সেজে উঠছে মন্ডপ তেমনই মন্ডপে ব্যবহার করা হচ্ছে অসংখ্য হাতে আঁকা পটচিত্র ও রঙিন কাগজের হাতের কাজ।পুজো মণ্ডপের উচ্চতা প্রায় ৪০ ফুট।পুজোর বাজেট: প্রায় ৮ লক্ষ টাকা

পুজো উদ্যোক্তা সমীর মাইতি বলেন, "পুজোয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সহ চক্ষু ও দন্ত পরীক্ষা শিবির এবং যোগাশন প্রর্দশনী অনুষ্ঠিত হবে।"No comments