Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আমেরিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখে অস্ত্রোপচার হল! তাঁর আরোগ্য কামনা করে পুজো দিলেন তিলক কুমার চক্রবর্তী

আমেরিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখে অস্ত্রোপচার হল!তাঁর আরোগ্য কামনা করে পুজো দিলেন তিলক কুমার চক্রবর্তী গোপালজীউ মন্দিরে ও হজরত ইনাম  ( আ:)হোসায়েন দরগাহ শরীফপীর বাবার কাছে 

আমেরিকার জনস্ হপকিনস্ হাসপাতালে এখন অভিষেক বন্দ্যো…

 




 আমেরিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখে অস্ত্রোপচার হল!তাঁর আরোগ্য কামনা করে পুজো দিলেন তিলক কুমার চক্রবর্তী গোপালজীউ মন্দিরে ও হজরত ইনাম  ( আ:)হোসায়েন দরগাহ শরীফপীর বাবার কাছে 



আমেরিকার জনস্ হপকিনস্ হাসপাতালে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভর্তি রয়েছেন । তাঁর বাঁ চোখের সমস্যা নিয়ে অনেকদিন ধরেই ভুগছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সম্প্রীতি তাঁর সেই চোখে আরও একবার চোখে অস্ত্রোপচার হয়েছে । আপাতত তিনি জনস্ হপকিনস্ হাসপাতালে চিকিৎসক এবং চক্ষু বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে রয়েছেন। এই অস্ত্রোপচার ৭ ঘন্টা সময় লেগেছে বলে খবর। আর এই সময়সাপেক্ষ অপারেশন নিয়ে কালীঘাটের বাসভবনে উদ্বেগে ছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর চিকিৎসার জন্য তাঁর স্ত্রী রুজিরা নারুলাও এখন আমেরিকায় রয়েছেন। বুধবার নবান্নে সাংবাদিকদের সঙ্গে ঘরোয়া বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন , 'ছেলেটা খুব ভুগছে। ঠিক কি হয়েছিল অভিষেকের চোখে ? এটা ৬ বছর আগের ঘটনা। তাঁর বাঁ চোখে ক্ষত হয়েছিল দুর্ঘটনায়। ২০১৬ সালের ১৯ অক্টোবর মুর্শিদাবাদে কর্মীসভা সেরে ফেরার সময় সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি দুর্ঘটনায় পড়ে। তখন তাঁর বাম চোখের নিচে গুরুতর আঘাত লাগে এবং ক্ষত তৈরি হয়। চোখের নিচের হাড় ভেঙে যায় বলেই চিকিৎসকরা জানিয়েছেন । তাঁকে কলকাতায় এনে বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়। সেই ক্ষতেরই  অস্ত্রোপচার হল। ২০২০ সালের জানুয়ারি মাসে তাঁর চোখে একবার অপারেশন হয়েছিল। আজ ১৭ অক্টোবর ২০২২, সোমবার সকালে মহিষাদলের ঐতিহাসিক রাজবাড়ীর গোপাল জীউর মন্দিরেও হজরত ইনাম (আ:) হোসায়েন দরগাহ শরীফ পীর বাবার কাছে সর্বভারতীয় নেতৃত্বের  আরোগ্য কামনা করে বিধায়ক তিলক কুমার চক্রবর্তী পুজো দেন। এদিন মন্দিরে উপস্থিত ছিলেন মহিষাদল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুদর্শন মাইতি, সহ-সভাপতি অরুন কুমার দিন্ডা, সঞ্জীব মাইতিও বিভিন্ন অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং যুব সভাপতিগণ। অভিষেক বন্দ্যোপাধ্যায় (জন্ম ৭ নভেম্বর ১৯৮৭) হলেন একজন ভারতীয় রাজনীতিবিদ। তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত লোকসভার সদস্য ।অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে ২০১৪ সালের সাধারণ নির্বাচনে উক্ত আসন থেকে নির্বাচিত হন।

No comments