রসায়নে নোবেলজয়ী ৩ গবেষক ক্যারোলিন বারতোজ্জি , মর্টেন মেলডাল , কে ব্যারি শার্পলেস একযোগে রসায়নে নোবেল সম্মান পাচ্ছেন তাঁরা।এই নিয়ে দ্বিতীয়বার রসায়নে নোবেল পেয়ে নজির গড়লেন কে ব্যারি শার্পলেস। এর আগে এরবার পদার্থবিদ্য (১৯০৩) এবং এ…
রসায়নে নোবেলজয়ী ৩ গবেষক
ক্যারোলিন বারতোজ্জি , মর্টেন মেলডাল , কে ব্যারি শার্পলেস একযোগে রসায়নে নোবেল সম্মান পাচ্ছেন তাঁরা।
এই নিয়ে দ্বিতীয়বার রসায়নে নোবেল পেয়ে নজির গড়লেন কে ব্যারি শার্পলেস। এর আগে এরবার পদার্থবিদ্য (১৯০৩) এবং একবার রসায়নে (১৯১১) সালে নোবেল পেয়ে নজির গড়েছিলেন মাদাম কুরি।
বুধবার স্টকহোমের ক্যারোলিন্সকা ইনস্টিটিউট থেকে তাঁদের নাম ঘোষণা করা হয়েছে। নোবেল পুরস্কার কমিটির তরফে জানানো হয়েছে, ‘ডেভলপমেন্ট অফ ক্লিক কেমিস্ট্রি অ্যান্ড বায়োঅর্থোগোনাল কেমিস্ট্রি’-র ক্ষেত্রে বিকাশের জন্য তাঁদের এই সম্মানে ভূষিত করা হয়েছে।
No comments