Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়ার আদানি উইলমার ভোজ্য তেল সংস্থায় শ্রমিকদের নতুন বেতনচুক্তি হয়

হলদিয়ার আদানি উইলমার ভোজ্য তেল সংস্থায় শ্রমিকদের নতুন বেতনচুক্তি হয়
অন্যদিকে দীর্ঘদিন ধরে আলাপ-আলোচনার পর এদিন হলদিয়ার আদানি উইলমার ভোজ্য তেল সংস্থায় শ্রমিকদের নতুন বেতনচুক্তি হয়। ১০০ জন ঠিকা শ্রমিকের চার বছরের বেতনচুক্তি স্…

 


হলদিয়ার আদানি উইলমার ভোজ্য তেল সংস্থায় শ্রমিকদের নতুন বেতনচুক্তি হয়


অন্যদিকে দীর্ঘদিন ধরে আলাপ-আলোচনার পর এদিন হলদিয়ার আদানি উইলমার ভোজ্য তেল সংস্থায় শ্রমিকদের নতুন বেতনচুক্তি হয়। ১০০ জন ঠিকা শ্রমিকের চার বছরের বেতনচুক্তি স্বাক্ষরিত হয়েছে। হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে এদিন চুক্তির সময় অতিরিক্ত শ্রম কমিশনার তীর্থঙ্কর সেনগুপ্ত, উপ শ্রম কমিশনার শ্যামল রায়চৌধুরী,

সংস্থার তিন পদস্থ কর্মকর্তা এবং জেলা আইএনটিটিইউসির সভাপতি শিবনাথ সরকার ও সংগঠনের জেলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।আইএনটিটিইউসির সভাপতি শিবনাথ সরকার বলেন, আদানিদের সংস্থায় চার বছরের বেতনচুক্তিতে মোট ৪১০০টাকা বাড়ছে। ২০২১ সালের জুলাই মাসে পুরনো বেতন চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। গতবছরের আগস্ট মাস থেকে নতুন বেতন চুক্তি কার্যকর হচ্ছে। ১৪মাসের এরিয়ার বা বকেয়া টাকা শীঘ্রই মেটানো হবে। আদানি কর্তৃপক্ষের কাছে শ্রমিকরা দু'টি দাবি রেখেছিলেন। আলাপ আলোচনার পর কর্তৃপক্ষ সেই দাবি মেনে নিয়েছে। এবার থেকে কাজের মান ও দক্ষতা অনুযায়ী শ্রমিকদের প্রমোশন হবে। এছাড়া কারখানায় ঠিকা শ্রমিকদের জন্য আলাদা ক্যান্টিন চালু করা হবে। দাবি মেনে নেওয়ায় খুশি শ্রমিকরা। আদানি সংস্থার পক্ষে রজতশুভ্র মুখোপাধ্যায় বলেন, হলদিয়ায় শিল্পবান্ধব পরিবেশ রয়েছে। ভোজ্যতেল ছাড়াও কর্তৃপক্ষ নতুন প্রকল্পে কয়েকশো কোটি টাকা ইতিমধ্যেই বিনিয়োগ করেছে।

No comments