Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মহিষাদল রাজ কলেজের দায়িত্বে অধ্যাপক সমীর কুমার পাত্র

মহিষাদল রাজ কলেজের দায়িত্বে অধ্যাপক সমীর কুমার পাত্র

মহিষাদল রাজ কলেজের অধ্যক্ষ ড: অসীম কুমার বেরা অবসর নেওয়ার শেষ মুহূর্তে যাবতীয় দায়িত্ব অধ্যাপক সমীর কুমার পাত্রকে হস্তান্তর করলেন
 আজ ২৯ অক্টোবর ২০২২, শনিবার মহিষাদল রাজ কলেজে…

 


মহিষাদল রাজ কলেজের দায়িত্বে অধ্যাপক সমীর কুমার পাত্র



মহিষাদল রাজ কলেজের অধ্যক্ষ ড: অসীম কুমার বেরা অবসর নেওয়ার শেষ মুহূর্তে যাবতীয় দায়িত্ব অধ্যাপক সমীর কুমার পাত্রকে হস্তান্তর করলেন


 আজ ২৯ অক্টোবর ২০২২, শনিবার মহিষাদল রাজ কলেজের অধ্যক্ষ ডঃ অসীম কুমার বেরা অবসর নেওয়ার শেষ মুহূর্তে কলেজের যাবতীয় অফিসিয়াল দায়িত্ব হস্তান্তর করলেন কলেজের সিনিয়র অধ্যাপক সমীর কুমার পাত্রকে। ইং ০৯.০৬.২০০৮ সালে মহিষাদল রাজ কলেজে জয়েন করেছিলেন। কিন্তু ৩০.১০. ২০২২ এবং ৩১.১০.২০২২ পর পর দু'দিন সরকারি ছুটি থাকার জন্য আজই অর্থাৎ ২৯-১০-২০২২ উনি কলেজের যাবতীয় দায়িত্ব হস্তান্তর করলেন টিচার- ইন-চার্জ ইতিহাস বিভাগের প্রধান অধ্যাপক সমীর কুমার পাত্রকে। অধ্যক্ষ ড: অসীম বাবু মোট ১৪ বছর ৪ মাস ২২ দিন খুবই সুনামের সহিত কলেজে অধ্যাপনা করেছেন। তখন কলেজের পরিকাঠামোর অভাব ছিল। সেই অভাব পূরণের জন্য প্রথম কলেজের গেটের সামনে ৪ তলা বিল্ডিং এবং লাইব্রেরী বিল্ডিং -এর দ্বিতীয় , তৃতীয়ও চতুর্থ তলা নির্মাণ করা হয়। এবং গার্লস হোস্টেলের বিল্ডিং ,সুইমিং পুলও স্পোর্টস হল তাঁর সময়ে নির্মিত হয়। ৬ তলা  "রবীন্দ্র ভবনটি " নির্মিত হয়েছে, তাহাতে উনার মুখ্য ভূমিকাও রয়েছে। কলেজের পঠন -পাঠনের যে পরিসর সম্প্রসারিত হয়েছে। তাতেও উনার অবদান অনস্বীকার্য । সংক্ষেপে বলতে গেলে শিশু মহিষাদল রাজ কলেজকে একটি মহীরহে পরিণত করতে তাঁর উদ্যোগ ও প্রচেষ্টা এবং সাফল্য কোনভাবে মহিষাদল কলেজ পরিবার তথা মহিষাদল সমাজ কোনদিনই ভুলতে পারবে না। আজ থেকে ভারপ্রাপ্ত অধ্যাপক সমীর কুমার পাত্র বলেন, উনার প্রচেষ্টাতেই কলেজ ন্যাক-এর বিচারে এ (A) গ্রেড প্রাপ্ত হয়েছে। গতানুগতিক পঠন- পাঠনের বাহিরে গিয়ে তাঁর উদ্যোগ তৈরি হয়েছে। ৬টি বৃত্তিমূলক বিষয় নিয়ে চালু হয়েছে দীনদয়াল উপাধ্যায় কৌশল কেন্দ্র নামে মহিষাদল রাজ কলেজের দ্বিতীয় ক্যাম্পাস। এছাড়াও তাঁর সময়ে চালু হয়েছে ৮টি বিষয়ে (বিজ্ঞান ও কলা বিভাগ) স্নাতকোওর পঠন -পাঠন।  এছাড়াও উল্লেখ করতে হয় কলা বিভাগের গবেষণার কেন্দ্র স্থাপন। সম্প্রতি বিজ্ঞান বিভাগের ও গবেষণা কেন্দ্র চালু হওয়ার সব ধরনের উদ্যোগ তিনি করে গিয়েছেন ।একজন শিক্ষানুরাগী ,একজন ক্ষ প্রশাসক এবং ছাত্রদরদী মানুষ হিসাবে তিনি যে ভূমিকা পালন করেছেন। মহিষাদল রাজ কলেজে তিনি চির স্মরণীয় হয়ে থাকবেন।

No comments