Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাজ্য সরকারকে নিশানা করে কাঁথিতে কী বললেন শুভেন্দু?

রাজ্য সরকারকে নিশানা করে কাঁথিতে কী বললেন শুভেন্দু?
আবারও লোকসভা এবং বিধানসভা একসাথে হবে ২৪ শে বলেই হুঙ্কার শুভেন্দুর।নিজের পাড়ায় বিজয়া  সম্বলনীতে,  পূর্ব মেদিনীপুরেরকাঁথি সাংগঠনিক জেলা বিজেপির উদ্যোগে কাঁথিতে আয়োজিত বিজয়া সম্মিলন…

 



রাজ্য সরকারকে নিশানা করে কাঁথিতে কী বললেন শুভেন্দু?


আবারও লোকসভা এবং বিধানসভা একসাথে হবে ২৪ শে বলেই হুঙ্কার শুভেন্দুর।

নিজের পাড়ায় বিজয়া  সম্বলনীতে,  পূর্ব মেদিনীপুরের

কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির উদ্যোগে কাঁথিতে আয়োজিত বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে রাজ্যের বিরোধী দলনেতা উপস্থিত হয়ে দলের কর্মীদের চাঙ্গা করতে বলেন, আপনার প্রজন্ম ধ্বংস,  আপনাদের বয়স ৪০ পেরিয়েছে।  আপনারা আর সরকারি চাকরি পাবেন না। আপনার পরের প্রজন্ম যাতে ধ্বংস না হয় তার জন্য প্রথম কাজ হচ্ছে তোলামূল মুক্ত পশ্চিমবঙ্গ গড়তে হবে। তাই আমি নতুন নাম দিয়েছি পুতনা "রাক্ষসীর হাত থেকে বাংলাকে মুক্ত করার"।আপনারা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করুন। আপনাদের সুখে দুখে  আমি ছিলাম, আছি আর থাকবো।এই জেলা স্বাধীনতা আন্দোলনের জেলা। এই জেলার মানুষ ব্রিটিশদের তাড়িয়েছিলো। তাই এই জেলা জানে বাংলাকে কিভাবে রক্ষা করতে হয়। পাশাপাশি  মালবাজারের উদ্ধারকারীদের চাকরি দেওয়ার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী দ্বিচারিতা করছে কোথাও তিনি সরকারি স্থায়ী চাকরি আবার কোথাও অস্থায়ী  সিভিক ভলান্টিয়ারের চাকরি। এটা মানুষ মেনে নেবে না।

No comments