হাদিয়া আমরা সবাই ৬০তম বর্ষে পদার্পণ করল। তাদের থিম ধান ক্ষেত
পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া পঞ্চায়েত সমিতি দেউলপোতা অঞ্চল। সুতাহাটা থানার অন্তর্গত হাদিয়া গ্রাম এই গ্রামকে লক্ষী গ্রাম নামে ওই এলাকার মানুষ চেনেন। বড় বড় বিগ বাজেটে…
হাদিয়া আমরা সবাই ৬০তম বর্ষে পদার্পণ করল। তাদের থিম ধান ক্ষেত
পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া পঞ্চায়েত সমিতি দেউলপোতা অঞ্চল। সুতাহাটা থানার অন্তর্গত হাদিয়া গ্রাম এই গ্রামকে লক্ষী গ্রাম নামে ওই এলাকার মানুষ চেনেন। বড় বড় বিগ বাজেটের পুজার হয়। আলোর রোশনায় ভেসে উঠে সারা গ্রাম। বিগ বাজেটের মণ্ডপ থিমের প্রতিমা দেখার জন্য দূর দূরান্ত থেকে আসে বহু দর্শক। সারা রাত্রি ধরে চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। পুজোকে কেন্দ্র করে তিন দিনের বসে যায় মেলা ।এই পুজোর কয়েকদিন দূর দূরান্তে যারা কাজকর্ম করেন তারা পুজোতেই ছুটি নিয়েই চলে আসে হাদিয়া গ্রামে লক্ষ্মী পুজা জনপ্রিয় হয়ে উঠেছে। হাদিয়া আমরা সবাই ৬০তম বর্ষে পদার্পণ করল। তাদের থিম ধান ক্ষেত।
No comments