Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দুর্গাপূজার ইউনেস্কো - র(UNESCO) হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্তির স্বীকৃতিতে মিছিল

দুর্গাপূজার ইউনেস্কো - র(UNESCO) হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্তির স্বীকৃতিতে মিছিল 


 দুর্গাপূজার ইউনেস্কো - র(UNESCO) হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্তির স্বীকৃতিতে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে তমলুক রাখাল মেমোরিয়াল ফুটবল ময়দ…

 



দুর্গাপূজার ইউনেস্কো - র(UNESCO) হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্তির স্বীকৃতিতে মিছিল 




 দুর্গাপূজার ইউনেস্কো - র(UNESCO) হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্তির স্বীকৃতিতে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে তমলুক রাখাল মেমোরিয়াল ফুটবল ময়দান থেকে সুবিশাল বর্ণনাট্য পদযাত্রা তমলুক রাজ ময়দানে উপস্থিত হয়।


সেখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। একটি সুবিশাল বর্ণনাট্য পদযাত্রায় জেলার তথা রাজ্যের দু'ই মন্ত্রী অখিল গিরি ও বিপ্লব রায় চৌধুরী অংশগ্রহণ করেন। এছাড়াও অংশগ্রহণ করেন তমলুকের বিধায়ক ড: সৌমেন মহাপাত্র, জেলাশাসক পূর্ণেন্দু মাজী, পুলিশ সুপার অমরনাথ কে ,বিধায়ক সুকুমার দে, বিধায়ক তিলক কুমার চক্রবর্তী, তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান ড: দীপেন্দ্র নারায়ণ রায় ও জেলার বিভিন্ন প্রশাসনিক আধিকারিকগণ বলে জানিয়েছেন জেলার তথ্য ও তথ্য সংস্কৃতিক আধিকারিক মোহনা মল্লিক। এদিনের এই বর্ণনাট্য পদযাত্রায় অংশগ্রহণ করেন এলাকার ৪১টি ক্লাবের সদস্য -সদস্যা বৃন্দগন, ৪টি স্কুল, ২০০ জন সেল্ফের গ্রুপ ও লক্ষী ভান্ডারের মহিলারা, ১০০ জন লোক শিল্পী এবং জেলার বিভিন্ন এলাকার সাংস্কৃতিক ব্যক্তিত্বগণ।

No comments