Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

"ইঞ্জিনিয়াস` ডে " (Engineer's Day ) পালন করে গ্লোবাল ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি

"ইঞ্জিনিয়াস` ডে " (Engineer's Day ) পালন করে গ্লোবাল ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি
 ভারতের অন্যতম সেরা ইঞ্জিনিয়ার এম বিশ্বেশ্বরাইয়া-র স্মরণে, প্রতিবছর ১৫ সেপ্টেম্বর দেশ জুড়ে "ইঞ্জিনিয়াস` ডে " (…

 


 "ইঞ্জিনিয়াস` ডে " (Engineer's Day ) পালন করে গ্লোবাল ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি


 ভারতের অন্যতম সেরা ইঞ্জিনিয়ার এম বিশ্বেশ্বরাইয়া-র স্মরণে, প্রতিবছর ১৫ সেপ্টেম্বর দেশ জুড়ে "ইঞ্জিনিয়াস` ডে " (Engineer's Day ) পালন করা হয়। কারিগরি ও প্রযুক্তি ক্ষেত্রে তাঁর অবদান অতুলনীয়। এম বিশ্বেশ্বরাইয়া-কে অন্যতম প্রধান nation builders হিসেবে বিবেচনা করা হয় । যাঁর হাত ধরে আধুনিক ভারত নির্মিত হয়েছিল। তিনি ভারতরত্ন পুরস্কারও পেয়েছিলেন। আজ শিল্পনগরী হলদিয়ার গ্লোবাল ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি কলেজে জেলার ৩৪ টি স্কুলের নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়া ছাত্র-ছাত্রীদের হাতে বানানো সাইন্সের উপর ইলেক্ট্রনিকসের বিভিন্ন ধরনের মডেল নিয়ে উপস্থিত হয় গ্লোবাল কলেজে। এবং ৪টি আই. টি .আই কলেজের  ছাত্র-ছাত্রীরা সায়েন্সের উপর বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্সের মডেল বানিয়ে মডেল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বলে জানিয়েছেন কলেজের প্রিন্সিপাল ড:  বিক্রমজিৎ চৌধুরী। তিনি আর ও জানান, মডেল প্রতিযোগিতার পাশাপাশি কুইজ ও পোস্টার কম্পিটিশন এবং বিতর্ক সভার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগামী দিনে ছাত্র-ছাত্রীদের মনে টেকনোলজির প্রতি উৎসাহিত বাড়বে । ছাত্র-ছাত্রীদের মডেল ঘুরে ঘুরে দেখেন সংস্থার চেয়ারম্যান এবং প্রাক্তন সাংসদ ডঃ লক্ষণ শেঠ হলদিয়া আই কেয়ার সম্পাদক আশীষ লাহিড়ী ছিলেন কলেজের ভাইস চেয়ারম্যান স্পর্শিতা পন্ডা শেঠ কলেজের রেজিস্টার সুবিমল দাস অনুষ্ঠানের কনভেনার ঈশান সামন্ত।

No comments