Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শিল্পের দেবতার পূজায় মেতেছে হলদিয়া

শিল্পের দেবতার পূজায় মেতেছে হলদিয়া
 রাত পোহালেই কর্মের দেবতা, সৃষ্টির দেবতা, যন্ত্রাংশের দেবতা, অর্থের দেবতা, শক্তির দেবতা শ্রীশ্রী বিশ্বকর্মা পুজো অনুষ্ঠান। বিগত দিনগুলিতে শ্রী শ্রী বিশ্বকর্মা পুজো মানেই হলদিয়া শিল্পাঞ্চল শহর …

 


শিল্পের দেবতার পূজায় মেতেছে হলদিয়া


 রাত পোহালেই কর্মের দেবতা, সৃষ্টির দেবতা, যন্ত্রাংশের দেবতা, অর্থের দেবতা, শক্তির দেবতা শ্রীশ্রী বিশ্বকর্মা পুজো অনুষ্ঠান। বিগত দিনগুলিতে শ্রী শ্রী বিশ্বকর্মা পুজো মানেই হলদিয়া শিল্পাঞ্চল শহর এলাকার পুজো অনুষ্ঠানকেই  বুঝাত। পুজোর দু-তিনদিন আগে থেকেই হলদিয়ার বিভিন্ন কোম্পানির এমপ্লয়ীদের কোয়াটার গুলিতে  আত্মীয়-স্বজনদের ভিড় হতে শুরু করত। এমপ্লয়ীদের কোয়াটার  (আবাসন) গুলিতে পা রাখার জায়গা   থাকত না । বিশ্বকর্মা পুজোর দিন পাঁশকুড়া থেকে হলদিয়া পর্যন্ত স্পেশাল ট্রেনের ব্যবস্থা থাকত দর্শনার্থীদের   শিল্পনগরীর বিভিন্ন কলকারখানার গেটে প্রতিমা দর্শন করার জন্য। আজ সেই শিল্পনগরী হলদিয়ায় বিভিন্ন কোম্পানির গেটের সামনে বিশ্বকর্মা পুজো অনুষ্ঠান গুলি ম্লান হয়ে গিয়েছে। বিশ্বকর্মা পুজো অনুষ্ঠান হচ্ছে বলে বোঝাই যাচ্ছে না শিল্প শহর হলদিয়াতে। আগামীকাল১৭ ই সেপ্টেম্বর শনিবার হলদিয়ার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ১ নং গেটে বিগত বছর গুলির ন্যায়  এবছরও হলদিয়া রিফাইনারী কন্টাকটারস্ , সাপ্লাইয়ারস্ সুপারভাইজারস্, স্টাফ অ্যান্ড ওয়ার্কম্যানদের শ্রীশ্রী বিশ্বকর্মা পুজো অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ।পুজো অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করবেন সকাল ১০ টায় হলদিয়া রিফাইনারির এক্সিকিউটিভ ডিরেক্টর তথা রিফাইনারি হেড মি : পার্থ ঘোষ ও হলদিয়া উন্নয়ন পরিষদের চেয়ারম্যান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতির্ময় কর। এছাড়াও উপস্থিত থাকবেন হলদিয়া শিল্পাঞ্চল শহর এলাকার দু'ই বিশিষ্ট সমাজসেবী শিবনাথ সরকার ও স্বপন নস্কর বলে জানিয়েছেন শ্রীশ্রী বিশ্বকর্মা পূজা কমিটির সভাপতি শ্রীদেব মন্ডল । পূজা কমিটির সম্পাদক নোটন মিশ্র ও অমিত প্রামাণিক এবং কোষাধ্যক্ষ মানস প্রামানিক জানান পুজোর দিন বিকাল ৪টায় হলদিয়া মহকুমা হাসপাতালের চিকিৎসাধীন সমস্ত রোগীদেরকে হরলিক্স এবং ফুটজাতীয় ফলও ডেঙ্গু প্রতিরোধক মশারি বিতরণ করা হবে। পূজা কমিটির কোষাধ্যক্ষ মানস বাবু আরও জানান , কয়েকজন ক্যান্সার এবং থ্যালাসেমিয়া রোগা গ্রস্ত রুগীদের কে কমিটির পক্ষ থেকে আর্থিক সাহায্য করা হবে। আজ এবং আগামীকাল হলদিয়ার শিল্পাঞ্চল শহরের বিভিন্ন কলকারখানার গেটে পুলিশি নজরদারি জোরদার থাকছে বলে জানিয়েছেন ,হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার শ্রদ্ধা পান্ডে। তিনি আরও জানান,বেপৱোয়া গাড়ি চালকদের গতি নিয়ন্ত্রণ  রুখতে ট্রাফিক পুলিশের জোরদার ব্যবস্থা ও রয়েছে।

No comments