মেডিক্যালের প্রবেশিকা বাংলায় উজ্জ্বল তিন কন্যামেডিক্যালে স্নাতক স্তরের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা 'নিট'-এ নজরকাড়া ফল বাংলার ছাত্রছাত্রীদের। প্রথম ৫০ জনের যে তালিকা প্রকাশিত হয়েছে তাতে রাজ্য থেকে রয়েছে চার পড়ুয়া। …
মেডিক্যালের প্রবেশিকা বাংলায় উজ্জ্বল তিন কন্যা
মেডিক্যালে স্নাতক স্তরের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা 'নিট'-এ নজরকাড়া ফল বাংলার ছাত্রছাত্রীদের। প্রথম ৫০ জনের যে তালিকা প্রকাশিত হয়েছে তাতে রাজ্য থেকে রয়েছে চার পড়ুয়া। তার মধ্যে তিনজনই মেয়ে। এরা হল সায়ন্তনী চ্যাটার্জি, অনুষ্কা মণ্ডল, দেবাঙ্কিতা বেরা এবং অভিলাষ ভাদুড়ী। সায়ন্তনীর সর্বভারতীয় র্যাঙ্ক ১১, অনুষ্কার ১৪, দেবাঙ্কিতার ২২ এবং অভিলাষের ২৬। এবছরের নিট পরীক্ষার শীর্ষ স্থানও দখল করেছে এক ছাত্রী। রাজস্থানের তনিষ্কা। এছাড়াও রাজ্য থেকে এসসি ক্যাটাগরিতে অর্পণ তপাদার (২০৪), অহনা গায়েন (৩৭৮), মৃগাঙ্ক খান (৫০৬) সফল হয়েছেন। পিডব্লিউডি ক্যাটাগরিতে ১১৪৭২ করেছেন রাজ্যের সৌত্রিক পাত্র।
সায়ন্তনী এবং অনুষ্কা দু'জনেই ৭২০ নম্বরের মধ্যে ৭১০ পেয়েছে। দেবাঙ্কিতার বাড়ি পূর্ব মেদিনীপুরের মহিষাদলের বাড় উত্তর হিংলিতে। ৭২০ নম্বরের মধ্যে ৭০৫ পেয়েছে সে। অভিলাষের প্রাপ্ত নম্বরও ৭০৫। বরাবরই চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখতেন দেবাঙ্কিতা। সেই স্বপ্নই এবার পূরণ হতে চলেছে তাঁর। আদ্যন্ত বাংলা মাধ্যমেই পড়াশোনা দেবাঙ্কিতার। ২০২০ সালে মহিষাদলের গয়েশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় ৯০ শতাংশ নম্বর পেয়েছিলেন। এবছর মহিষাদল রাজ হাই স্কুল থেকে উচ্চমাধ্যমিকে ৯৭.৫ শতাংশ নম্বর পেয়েছেন।সায়ন্তনী চ্যাটার্জি,অনুষ্কা মণ্ডল
মাধ্যমিকের পর থেকেই শুরু হয়েছিল নিটের প্রস্তুতি পর্ব। এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়ে নিটে বসতেই আসে সাফল্য। আগামীতে কার্ডিওলজিস্ট সার্জেন হতে চান দেবাঙ্কিতা। বাবা-মা এবং শিক্ষক-শিক্ষিকাদের অনুপ্রেরণা ও সহযোগিতায় এই সাফল্য এসেছে বলে জানিয়েছেন তিনি। প্রস্তুতি পর্বে অবশ্য কোনও ফলের আশা করেননি। তিনি। মেয়ের এই সাফল্যে আনন্দিত এবং গর্বিত তাঁর বাবা-মা ও শিক্ষক-শিক্ষিকারা। দেবাঙ্কিতার বাবা দেবাশিস বেরা চংরাচক জগদীশ স্মৃতি বিদ্যাপীঠের গণিতের শিক্ষক এবং মা কেকা বেরা মামুদপুর গোবিন্দ শিক্ষা নিকেতনের বাংলা বিষয়ের শিক্ষিকা। তাঁরা চান ভবিষ্যতে ডাক্তার হয়ে জেলায় ফিরে আসুক তাঁদের মেয়ে।
এবছরের নিট পরীক্ষায় বসেছিল ১৭ লক্ষ ৬৪ হাজার ৫৭১ জন। তার মধ্যে সফল হয়েছেন ৯ লক্ষ ৯৩ হাজার ৬৯ জন। নিটে ছাত্রদের থেকে ছাত্রীদের ফলাফল ভাল হয়েছে। সংখ্যাতেও বেশি মেয়েরাই। ৫ লক্ষ ৬৩ হাজার ১৯০২ জন ছাত্রী যেখানে সফল হয়েছে, সেখানে সফল হওয়া ছাত্রের সংখ্যা ৪ লক্ষ ২৯ হাজার ১৬০ জন। ইংরেজি, বাংলা, হিন্দি, অসমিয়া, তামিল, তেলুগু, উর্দু-সহ ১৩টি ভাষায় পরীক্ষা নেওয়া হয়। রাজ্য থেকে ৯২ হাজার ২০৭ জন পড়ুয়া পরীক্ষায় বসার জন্য নাম নথিভুক্ত করলেও পরীক্ষা দেয় ৮৬ হাজার ৬০৭ জন। তার মধ্যে সফল হয়েছেন ৫০ হাজার ৮৬৪ জন।দেবাঙ্কিতা বেরা
No comments