Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পুজো এলে তাঁর হাতে পাটের দুর্গা চিক্কন রূপ

পুজো এলে তাঁর হাতে পাটের দুর্গা চিক্কন রূপ পুজো এলে তাঁর হাতে পাটের দুর্গা চিক্কন রূপ পায় । সহ-শিল্পীদের নিয়ে চলে জমজমাট কর্মশালা । এবার পুজোতেও একই চিত্র ধরা পড়ল মহিষাদলের রথতলার শিল্পী সমীর চক্রবর্তীর বাড়িতে । মা আসছেন । তা ঘির…

 




পুজো এলে তাঁর হাতে পাটের দুর্গা চিক্কন রূপ 

পুজো এলে তাঁর হাতে পাটের দুর্গা চিক্কন রূপ পায় । সহ-শিল্পীদের নিয়ে চলে জমজমাট কর্মশালা । এবার পুজোতেও একই চিত্র ধরা পড়ল মহিষাদলের রথতলার শিল্পী সমীর চক্রবর্তীর বাড়িতে । মা আসছেন । তা ঘিরেই দিকে দিকে বর্ণাঢ্য আয়োজন তো থাকেই । আর সেই পুজোর অনুষ্ঠানে আগত অতিথি,অভ‍্যাগতদের হাতে উপহার হিসেবে পাটের দুর্গা মূর্তি বরাত আসে শিল্পী সমীরের কাছে । মাউন্টবোর্ডে পাট পেস্টিং করে তার ওপর কৃষ্ণনগরের ঘূর্ণী থেকে আনা মাটির মুখোস বসিয়ে চলে কারুকাজ । পাট দিয়ে তৈরী গহনা জুড়ে মূর্তির জৌলুস ফোটানো হয় । কাচের বাক্সের  মধ‍্যে তৈরী এই উপহার ভক্তিভরে নেওয়ার উৎসাহ যেকোনো ব‍্যক্তির তো আসবেই । মা কৃষ্ণাদেবী,স্ত্রী ঝুমা পাঠক চক্রবর্তী,এমনকি বছর দশের মূক বধির ছেলে প্রান্তিক চক্রবর্তী পযর্ন্ত তাঁর কাজে সহ-শিল্পীর ভূমিকা নিয়ে থাকেন  । তা ছাড়া আরও ৪ জন সহশিল্পী কর্মশালায় এই শিল্প কাজে ব‍্যস্ত থাকেন । ইতিমধ্যে এক হাজার দুর্গা মুখোস তৈরী সম্পূর্ণ । তৈরী হবে আরও পাঁচশো দুর্গা । মূলত কলকাতার বিভিন্ন পুজো কমিটির থেকেই এই ফরমায়েসী কাজের বরাত আসে । এবারও তার ব‍্যাতিক্রম ঘটেনি । চওড়া ১২ ইঞ্চি এবং লম্বায় ১৮ ইঞ্চি পরিসরে তৈরী এক একটি মূর্তি গড়ে উঠেছে । কিছুটা লালচে মুখোস,শিল্পীর কথায় আর্টের মুখোস এবং হলুদ বর্ণের সাবেকি দুর্গা মুখোস যা বাংলার মুখ নামেও পরিচিত, এই দু'ধরনের মুখোস তৈরী চলছে । কলকাতা ছাড়িয়ে দিল্লি,মুম্বাই,চণ্ডীগড় বহু দূর-দূরান্তে মহিষাদলের এই কর্মশালা থেকে দুর্গা মুখোস পাড়ি দেয় । শিল্পী সমীর চক্রবর্তী জানান," প্রতি বছরের মতো এবারও পাটের দুর্গা মুখোস তৈরীর কাজ চলছে । পুজো কর্তাব্যক্তিদের চাহিদা অনুযায়ী সেই কাজ করি । তার থেকেই সংসারের মুখে হাসি ফোটানোর রসদ সংগ্রহ করে থাকি । আগামী দিনে পাট দিয়ে বৃহৎ পরিসরে মণ্ডপ সজ্জার কাজ করার পরিকল্পনা রয়েছে ।" পাটের দড়ি, ব‍্যাগ হয়,বস্তা হয় । হয় আরও কিছু গৃহ সামগ্রী । কিন্তু দেব-দেবী মূর্তি , বিশেষ করে বাংলার প্রধান উৎসবের আরাধ‍্যা দেবীমূর্তি যেভাবে নিপুণ দক্ষতায় ফুটিয়ে তোলা হচ্ছে,তা সত‍্যি প্রশংসার দাবি রাখে । পুজোর আগে মহিষাদলের চক্রবর্তী বাড়ির এই হস্তশিল্প কর্মশালা কয়েকশো দুর্গার প্রাণবন্ত ঠিকানা হয়ে উঠেছে । যা দেখে চোখ জুড়িয়ে যায় বৈকি  ।

No comments