Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দশম শ্রেণীর স্কুল ছাত্রীর শীলতাহানি

দশম শ্রেণীর স্কুল ছাত্রীর শীলতাহানি
 পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার অন্তর্গত "ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ "গার্লস স্কুলের দশম শ্রেণীর এক ছাত্রীকে স্কুলের জেনারেটর অপারেটর চালক বিশ্বজিৎ ঘোড়াই ও রান্নার কাজের সঙ্গ…

 



দশম শ্রেণীর স্কুল ছাত্রীর শীলতাহানি


 পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার অন্তর্গত "ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ "গার্লস স্কুলের দশম শ্রেণীর এক ছাত্রীকে স্কুলের জেনারেটর অপারেটর চালক বিশ্বজিৎ ঘোড়াই ও রান্নার কাজের সঙ্গে যুক্ত গুরুপদ ঘোড়াই দু'জনে মিলে নাবালিকা ছাত্রীটিকে রুমের ভিতর ডেকে দরজা বন্ধ করে শীলতাহানি করে। দশম শ্রেণীর অধ্যয়নরত ছাত্রীটির বাড়ি দক্ষিণ ২৪ পরগণায়। ওই স্কুলে প্রায় ৩০০ জনের বেশি ছাত্রীরা পঞ্চম শ্রেণী হইতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত হোস্টেলে থেকে পড়াশোনা করে। ঘটনার বিবরণ সেই ধর্ষিতা ছাত্রীটি হোস্টেলের সুপার দিদিমণি কে জানায় ।হোস্টেলের সমস্ত ছাত্রীরা তার রক্তাক্ত অবস্থায় দেহটিকে দেখে কান্নায় ভেঙে পড়ে এবং আতঙ্কে তারা স্কুলের হোস্টেলে দিন কাটাচ্ছে ।একের পর এক অভিভাবকরা ঘটনার খবর পেয়ে ছাত্রীদেরকে স্কুলের ভিতর থেকে বের করে নিয়ে যাচ্ছে বলে অনেক অভিভাবকরা জানান। এই ব্যাপারে ময়না থানার অফিসার- ইন -চার্জ গোপাল পাঠক জানিয়েছেন ,পস্ক (Pocso )আইনে দু'জনকে গ্রেফতার করা হয়েছে। তমলুক কোটে ধৃতদের তোলা হলে বিচারক ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। তমলুকের এসডিপিও আলী বক্কর টিটি জানান, নাবালিকা ধর্ষণের অভিযোগে কেস আদালতে শুরু হয়েছে। ওই স্কুলের দশম শ্রেণীর এক অভিভাবিকা জানিয়েছেন ধৃতদের কঠোর থেকে কঠোরতম শাস্তি যেন হয়। তিনি আরও জানান ,হোস্টেলে থাকা ছাত্রীদের নিরাপত্তা কোথায়? কাদের কাছে তারা নিরাপত্তা পাবে?

No comments