Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জুনিয়র বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে জয়ী হলেন হলদিয়ার মেয়ে সায়নিকা

জুনিয়র বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে জয়ী হলেন হলদিয়ার মেয়ে সায়নিকা
জুনিয়র বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে জয়ী হলেন হলদিয়ার মেয়ে সায়নিকা মাজি। বিশ্বখ্যাত ফুটবলার লুকা মাদ্রিজের দেশ ক্রোয়েশিয়ার ভারাজদিন শহরে আয়োজিত বিশ্ব টেবিল…

 


জুনিয়র বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে জয়ী হলেন হলদিয়ার মেয়ে সায়নিকা


জুনিয়র বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে জয়ী হলেন হলদিয়ার মেয়ে সায়নিকা মাজি। বিশ্বখ্যাত ফুটবলার লুকা মাদ্রিজের দেশ ক্রোয়েশিয়ার ভারাজদিন শহরে আয়োজিত বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের জুনিয়র বিভাগে(আন্ডার ফিফটিন) পোলান্ডের প্রতিযোগীকে হারিয়ে জয়ী হয়েছেন ক্লাস নাইনের ছাত্রী সায়নিকা। সেমিফাইনালে সায়নিকা হারিয়েছেন ভারতের ন্যাশনাল চ্যাম্পিয়ন সিন্ড্রেলা দাসকে। গত ৫সেপ্টেম্বর ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনালে উত্তেজনাপূর্ণ ম্যাচে ৩-২গেমে সায়নিকা হারিয়েছেন পোলান্ডের নাতালিয়া বগডানোউইজকে। সায়নিকা প্রথম গেমে ৬-১১পয়েন্টে হেরে পিছিয়ে পড়েন। এরপর তিনি ১১-৭ ও ১১-৪পয়েন্টে দুটি গেম পর পর জয়ী হন। ফের ৫-১১পয়েন্টে চতুর্থ গেম হেরে যান। শেষ গেমে টানটান লড়াইয়ে ১১-৭পয়েন্টে জেতেন সায়নিকা। সায়নিকার বাবা সৌমেনকুমার মাজি হলদিয়া আইওসি রিফাইনারির ইঞ্জিনিয়ারিং অ্যা঩সিসটেন্ট পদে রয়েছেন। সেই সূত্রে সায়নিকা থাকেন হলদিয়া টাউনশিপের আইওসি ক্লাস্টার টেন আবাসন এলাকায়। তবে খেলার জন্য সায়নিকা বর্তমানে হরিয়ানায় থাকেন। কলকাতায় জয়ন্ত পুশিলালের টেবিল টেনিস ছাত্রী বছর তিনেক আগে ভাল র‌্যাঙ্কিং করে খেলো ইন্ডিয়াতে প্রশিক্ষণের সুযোগ পান। বর্তমানে হরিয়ানার সোনপথে আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলার জন্য প্রশিক্ষণ নিচ্ছেন বিকাশ রাঠি ও দীপক মালিকের কাছে। সায়নিকার বাবা সৌমেনবাবু বলেন, করোনার সময় অ্যাকাডেমি বন্ধ থাকায় বাড়ি ফিরে এসেছিল। সেসময় আইওসি সমবায়ের হলঘরে একটি টেবিল টেনিস বোর্ড জোগাড় করি। সেখানেই টানা দেড় বছর নিয়মিত প্র্যাকটিস করেছে। গত বছর অক্টোবর থেকে ফের অ্যাকাডেমিতে গিয়েছে। চ্যাম্পিয়ন হওয়ার আগে আরও একটি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পেয়েছে। আগামী সপ্তাহে থাইল্যান্ড যাচ্ছে টুর্নামেন্ট খেলতে। সায়নিকা জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর কোচ বিকাশ রাঠি দু’জনের ছবি দিয়ে শিক্ষক দিবসের সেরা প্রাপ্তি বলে ট্যুইট করেন। সায়নিকার খবরে খুশির হাওয়া হলদিয়ায়।

No comments