Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শিক্ষক দিবস উদযাপন

আজ ৫ ই সেপ্টেম্বর জন্ম দিবস ড. সর্বপল্লী রাধা কৃষ্ণাণ ।তিনি এসেছিলেন এই দিনে এবং ছেড়ে গেলেন ১৭ ই এপ্রিল ১৯৭৫.তিনি শৈশব থেকেই খুব মেধাবী ছাত্র ছিলেন।তিনি একাধারে একজন আদর্শ শিক্ষক অপরদিকে দেশপ্রেমিক,ভারতীয়তা বোধ, আদর্শ রাষ্ট্রনে…

 



আজ ৫ ই সেপ্টেম্বর জন্ম দিবস ড. সর্বপল্লী রাধা কৃষ্ণাণ ।

তিনি এসেছিলেন এই দিনে এবং ছেড়ে গেলেন ১৭ ই এপ্রিল ১৯৭৫.

তিনি শৈশব থেকেই খুব মেধাবী ছাত্র ছিলেন।

তিনি একাধারে একজন আদর্শ শিক্ষক অপরদিকে দেশপ্রেমিক,ভারতীয়তা বোধ, আদর্শ রাষ্ট্রনেতা, সহজ সরল অনাড়ম্বর জীবন ধারণ,চেতনাশীল,ছাত্রদের প্রতি অগাধ স্নেহ ভালোবাসা এবং অনুকরনীয় আচরণ ই স্বাক্ষ্য রেখেছে শিক্ষক দিবসের।স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং ২ য় রাষ্ট্রপতি।


আমাদের কাছে  পরম প্রাপ্তির দিন।


মনে করিয়ে দেয় জন্ম থেকে বেড়ে ওঠা যাদের হাত ধরে।


শ্রদ্ধায় নত মস্তক হই আমাদের শিক্ষক মহাশয়দের প্রতি। যারা আমাদের প্রকৃত মানুষ হওয়ার স্বপ্ন যুগিয়েছেন। সমাজ কে চিনতে শিখিয়েছেন।


প্রথমত জন্মদাতা পিতা - মাতাকে শ্রদ্ধা নিবেদন করছি। যদিও পিতৃদেব পরলোকগমন করেছেন।

আজও আমার দৃঢ় বিশ্বাস তিনি সশরীরে উপস্থিত না থেকেও আশীর্বাদ প্রদান করে চলেছেন।


                   গুরু ব্রম্ভা, গুরু বিষ্ণু,

           গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাত

                            পরম ব্রম্ভ

                  তস্মৈশ্রী গুরুদেব নমঃ।।

সামাজিক অবস্থানে আমার যা ভূমিকা তা যাদের হাত ধরে আমি তিলে তিলে শিখছি সেই সমস্ত শিক্ষক মহাশয়দের প্রতি রইল আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভক্তিপূর্ণ সশ্রদ্ধ প্রণাম।


     “  আকাশ আমায় শিক্ষা দিল

           উদার হতে ভাইরে ...........।”


সবিশেষ দীর্ঘ প্রায় ২৪ বৎসরের কর্মময় জীবনের অসংখ্য আমার সন্তান সম ছাত্র - ছাত্রীদের প্রতি রইল অকুণ্ঠ, অকৃত্রিম ভালোবাসা। তোমরা সবাই ভীষণ বড়ো হও। তোমাদের ছায়াতেই আমরা জীবনের রসদ খুঁজে বেড়াই, তোমাদের ভালোতেই আমাদের ভালো লাগা।

আজকের দিনে আমাদের ছেলে মেয়েদের দ্বারা পরিবেশিত এবং শ্রদ্ধাঞ্জলী।

No comments