Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়ার বড় পুজোগুলিতে থিমের বিশ্বকর্মা তৈরি

হলদিয়ার বড় পুজোগুলিতে থিমের বিশ্বকর্মা তৈরি 
আজ, বৃহস্পতিবার রাত থেকেই হলদিয়ায় বিশ্বকর্মার আরাধনা শুরু হচ্ছে। হলদিয়া বন্দরের মধ্যে একটি সংস্থায় ঘটনা করে পুজোর উদ্বোধন হবে। বিশ্বকর্মা পুজোর আগের দিন, শুক্রবারই বেশিরভাগনতুন বে…

 
হলদিয়ার বড় পুজোগুলিতে থিমের বিশ্বকর্মা তৈরি 


আজ, বৃহস্পতিবার রাত থেকেই হলদিয়ায় বিশ্বকর্মার আরাধনা শুরু হচ্ছে। হলদিয়া বন্দরের মধ্যে একটি সংস্থায় ঘটনা করে পুজোর উদ্বোধন হবে। বিশ্বকর্মা পুজোর আগের দিন, শুক্রবারই বেশিরভাগ

নতুন বেতনচুক্তিতে পুজোর আগে শ্রমিকদের মধ্যে বইল খুশির হাওয়া

পুজোর উদ্বোধন হবে হলদিয়ায়। এবার জমজমাট পুজো হচ্ছে হলদিয়া পেট্রকেম, আইওসি, ধানসিরি পেট্রকেম, মিৎসুবিশি, বন্দরের মধ্যে টাটাদের বার্থ সহ ১০-১২টি শিল্পসংস্থায়। বিশ্বকর্মা পুজোকে ঘিরে প্রতিটি শিল্প সংস্থাই সামাজিক কর্মসূচির ব্যবস্থা রেখেছে। পেট্রকেমের মেনগেটে মন্দিরের আদলে বিশাল মণ্ডপে ঝিনুকের তৈরি বিশ্বকর্মার প্রতিমা হচ্ছে। তার ঠিক পাশেই ধানসিরি পেট্রকেমে হচ্ছে

সিলভারের সাজে বিশ্বকর্মা। বৃষ্টিতে ধানসিরির মণ্ডপসজ্জা কার্যত লণ্ডভণ্ড অবস্থা। মিৎসুবিশিতে হচ্ছে জরি চুমকির প্রতিমা। আইওসিতে দু'টি বিশ্বকর্মা পুজো দেখতে প্রতিবারই ব্যাপক ভিড় হয়। তবে গত দু'বছর করোনার জন্য পুজো হয়নি। এবার পালক, শুকনো ফল দিয়ে প্রতিমার সাজসজ্জা তৈরি হচ্ছে।

বিশ্বকর্মা পুজোর আগেই টানা চারদিন ধরে বৃষ্টির ফলে বিপাকে পড়েছেন শিল্পীরা। হলদিয়ার বড় পুজোগুলিতে থিমের বিশ্বকর্মা তৈরি করছেন

মহিষাদলের শিল্পী সুভাষ জানা ও কালীপদ জানা। তিনি বলেন, এবার বিশ্বকর্মা পুজোর অর্ডার দেরিতে আসায় সমস্যা হয়েছে। তবে করোনার সময় বড় মণ্ডপের পুজো বন্ধ হয়ে গিয়েছিল। এবার সেগুলির অর্ডার দেরিতে হলেও এসেছে। কিন্তু বৃষ্টির জন্য খুব সমস্যা হচ্ছে। একই বক্তব্য দুর্গাচকের প্রতিমা শিল্পী নন্দলাল জানার। তিনি বলেন, হলদিয়ায় এবার বিভিন্ন কারণে পুজো খানিকটা ম্যাড়ম্যাড়ে। কারখানা ছাড়া তেমন বড় অর্ডার আসেনি। মূলত ব্যাপক মূল্যবৃদ্ধির জন্য অনেকেই বড় প্রতিমা করে পুজো বন্ধ করে দিচ্ছে। হলদিয়ার ট্যাঙ্কার্স ওনার্স অ্যাসেসিয়েশনের এক কর্মকর্তা বলেন, ইউক্রেন যুদ্ধের জন্য হলদিয়ায় ট্যাঙ্কার ব্যবসায়ীদের মাথায় হাত পড়েছে। নেপালে আর পণ্য যাচ্ছে না হলদিয়া থেকে। ফলে আয় কমে যাওয়ায় হলদিয়ার বিভিন্ন বড় বাজেটের বিশ্বকর্মা পুজোর আড়ম্বরও অনেক কমে গিয়েছে। আইএনটিটিইউসির তমলুক জেলার সভাপতি শিবনাথ সরকার বলেন, বেতন বাড়ার কারণে শ্রমিকদের মধ্যে আনন্দের পরিবেশ রয়েছে। ফলে এবার কারখানাগুলিতে জাঁকজমক করেই
No comments