Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মন্ত্রী মলয় ঘটকের উদ্যোগে স্পঞ্জ আয়রন, ফেরো অ্যালয়, রোলিং মিল শ্রমিকদের বোনাস চুক্তি স্বাক্ষরিত হল

মন্ত্রী মলয় ঘটকের উদ্যোগে স্পঞ্জ আয়রন, ফেরো অ্যালয়, রোলিং মিল শ্রমিকদের বোনাস চুক্তি স্বাক্ষরিত হল 
মন্ত্রী মলয় ঘটকের উদ্যোগে স্পঞ্জ আয়রন, ফেরো অ্যালয়, রোলিং মিল শ্রমিকদের বোনাস চুক্তি স্বাক্ষরিত হল Spong iron, Ferro alloys, …

 মন্ত্রী মলয় ঘটকের উদ্যোগে স্পঞ্জ আয়রন, ফেরো অ্যালয়, রোলিং মিল শ্রমিকদের বোনাস চুক্তি স্বাক্ষরিত হল 


মন্ত্রী মলয় ঘটকের উদ্যোগে স্পঞ্জ আয়রন, ফেরো অ্যালয়, রোলিং মিল শ্রমিকদের বোনাস চুক্তি স্বাক্ষরিত হল 

Spong iron, Ferro alloys, Rolling mill এর শ্রমিকদের বোনাস চুক্তি স্বাক্ষরিত হল আসানসোল শ্রমিক ভবনে। 



শ্রম মন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে পূর্ব , পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বীরভূম জেলার প্রায় দেড় শতাধিক কারখানায় প্রায় দু লাখ শ্রমিক এই চুক্তির ফলে উপকৃত হতে চলেছেন। 

ত্রিপাক্ষিক এই বৈঠকে বিগত বছরের তুলনায় এ বছর অতিরিক্ত 0.5% হারে বোনাস বৃদ্ধি এবং বিগত বছরের তুলনায় অতিরিক্ত 110 টাকা ex gratia অনুদান বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়। 

এই বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত শ্রম কমিশনার তীর্থঙ্কর সেনগুপ্ত, অতিরিক্ত শ্রম কমিশনার পার্থ সারথি চক্রবর্তী, আইএনটিটিইউসি র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়  সহ আইএনটিটিইউসি র প্রতিনিধি অভিজিৎ ঘটক, সৈয়দ মোহাম্মদ সেলিম, রথীন ব্যানার্জি, উজ্জ্বল কুমার, গোপাল খাটুয়া , সি আই টি ইউ র রুনু দত্ত, কিঙ্কর পোশাক, আই এন টি ইউ সি র নীলমাধব দত্ত ও মালিকপক্ষের তরফে দীপক আগরওয়াল, রাজিব জাজোদিয়া , পবন আগরওয়াল সহ অন্য আন্য অনেক প্রতিনিধি। শ্রমিক নেতৃত্ব এই বোনাস চুক্তি সফল করতে শ্রম মন্ত্রী মলয় ঘটক কে ধন্যবাদ জানান। আগামী 25 শে সেপ্টেম্বর এর মধ্যে সমস্ত শ্রমিকদের বোনাস প্রদানের সিদ্ধান্ত হয় এই বৈঠকে।

No comments