Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রশাসনের অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ

প্রশাসনের অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
প্রশাসনের অনুমতি ছাড়াই একসঙ্গে প্রায় ৩৫টি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।হলদিয়া ব্লকের দেভোগ গ্রাম পঞ্চায়েতের কিসমত শিবরামনগর গ্রামের ঘটনা।গত সোমবার সন্ধ্যায় গ্রামের ৪টি পরিবারের লোকজন …

 




প্রশাসনের অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ


প্রশাসনের অনুমতি ছাড়াই একসঙ্গে প্রায় ৩৫টি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।

হলদিয়া ব্লকের দেভোগ গ্রাম পঞ্চায়েতের কিসমত শিবরামনগর গ্রামের ঘটনা।গত সোমবার সন্ধ্যায় গ্রামের ৪টি পরিবারের লোকজন স্থানীয় খালপাড়ে কংক্রিটের রাস্তার পাশে থাকা গাছগুলি কেটে সাবাড় করেছে বলে অভিযোগ।স্থানীয় পঞ্চায়েত সদস্য উত্তম শাসমল প্রতিবাদ করতে গেলে তাঁকে অকথ্য গালিগালাজ করা হয় বলেও অভিযোগ।

স্থানীয় সূত্রে খবর ওই এলাকার বিদ্যুৎ দফতরের কাজ চলাকালীন কাজের অসুবিধার জন্য বেশ কয়েকটি গাছের ডাল কাটা হয়।এরপর ওই গ্ৰামের ২৫৫ নম্বর বুথের কয়েকজন বাসিন্দা ২৫৪ নম্বর বুথ এলাকায় থাকা ওই গাছ গুলি গোড়া থেকে কেটে বাড়ি নিয়ে চলে যায়।

স্থানীয় দেভোগ গ্রাম পঞ্চায়েত প্রধান হৃষিকেশ মাজি বলেন,“গাছ কাটায় গ্রাম পঞ্চায়েতের অনুমতি ছিল না।এই বিষয়ে আমরা আইনি পদক্ষেপ গ্ৰহন করছি।”

যদিও স্থানীয়দের একাংশের অভিযোগ,গ্রাম পঞ্চায়েত আইনি পদক্ষেপ গ্রহণ করতে ঢিলেমি করছেন।ঘটনার পর তিন দিন কেটে গেলেও অপরাধীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।বিডিও সঞ্জয় দাস বলেন, “প্রশাসনিক অনুমতি ছাড়া গাছ কাটা হয়েছে।অথচ আমাকে কেন জানানো হয়নি খতিয়ে দেখছি।” এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

No comments