বাবার মৃত্যুর পর দেখেনি সৎ মা আদালতের দ্বারস্থ নাবালক,অভিযুক্তকে আজ হাইকোর্টে নিয়ে গেল পাঁশকুড়া থানার পুলিশ
সূত্রের খবর, এগরার ছত্রী এলাকার বাসিন্দা সঞ্জীব টেংগুয়া স্কুলের গ্রুপ ডির কর্মচারী ছিলেন, ২০১৫ সালে কর্মরত অবস্থায় ত…
বাবার মৃত্যুর পর দেখেনি সৎ মা আদালতের দ্বারস্থ নাবালক,অভিযুক্তকে আজ হাইকোর্টে নিয়ে গেল পাঁশকুড়া থানার পুলিশ
সূত্রের খবর, এগরার ছত্রী এলাকার বাসিন্দা সঞ্জীব টেংগুয়া স্কুলের গ্রুপ ডির কর্মচারী ছিলেন, ২০১৫ সালে কর্মরত অবস্থায় তিনি মারা গেলে তার চাকরি পান তার স্ত্রী পিঙ্কি টেংগুয়া, পিংকি টেংগুয়া বর্তমানে পাঁশকুড়া বার্লি বার্ড হাইস্কুলের গ্রুপ ডির কর্মচারী, সৎ ছেলের ভরণপোষন না নেওয়া হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ওই নাবালক সহ তার পরিবারের সদস্যরা, পূর্ব মেদিনীপুরের ডিআইকে মায়ের বেতন বন্ধের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, পাশাপাশি পাঁশকুড়া থানার সাহায্যে পিংকি টেংগুয়াকে 30শে আগস্ট আদালতে হাজিরার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট, সেইমতো মঙ্গলবার সকালে পাঁশকুড়া থানার আধিকারিকেরা অভিযুক্ত পিংকি টেংগুয়াকে নিয়ে আদালতের উদ্দেশ্যে রওনা দেয়, সঙ্গে যার পিংকির নাবালিকা মেয়ে। সূত্রের খবর পিঙ্কির বাড়ি এগরা থানার ছত্রী গ্রামে, পাঁশকুড়ায় একটি বাড়িতে ভাড়া থাকতেন ওই পিঙ্কি।
No comments