আলিপুর দুয়ারে আইএনটিটিইউসির উদ্যোগে চা শ্রমিকদের সমাবেশ
আজ আলিপুরদুয়ারের কালচিনিতে INTTUC অনুমোদিত তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের ( TCBSU ) আলিপুরদুয়ার জেলার চা শ্রমিক সমাবেশ।
উপস্থিত ছিলেন রাজ্যের আইন বিচার ও শ্রম বিভাগের ভা…
আলিপুর দুয়ারে আইএনটিটিইউসির উদ্যোগে চা শ্রমিকদের সমাবেশ
আজ আলিপুরদুয়ারের কালচিনিতে INTTUC অনুমোদিত তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের ( TCBSU ) আলিপুরদুয়ার জেলার চা শ্রমিক সমাবেশ।
উপস্থিত ছিলেন রাজ্যের আইন বিচার ও শ্রম বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী মলয় ঘটক, রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তর ও আদিবাসি উন্নয়ন দপ্তরের মন্ত্রী শ্রী বুলুচিক বরাইক, INTTUC র রাজ্য সভাপতি শ্রী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শ্রী নকুল সোনার, সভাপতি শ্রী বীরেন্দ্র বরা ওরাও, আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও TCBSU এর কেন্দ্রীয় সহ সভাপতি শ্রী প্রকাশ চিক বরাইক, TCBSU এর কেন্দ্রীয় নেতৃত্ব শ্রী গঙ্গা প্রসাদ শর্মা, শ্রী রবীন রাই, শ্রী অলক চক্রবর্তী, শ্রী রাজেশ লাকড়া, শ্রী বিনোদ মিঞ্জ সহ অন্যান্যরা।
No comments