Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বাংলার সংস্কৃতি ভারতবর্ষকে পথ দেখিয়েছে, তাই ধর্মের ভেদাভেদ ভুলে উৎসবে মাতার আহ্বান প্রাক্তন মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্রের

বাংলার সংস্কৃতি ভারতবর্ষকে পথ দেখিয়েছে, তাই ধর্মের ভেদাভেদ ভুলে উৎসবে মাতার আহ্বান প্রাক্তন মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্রের
 কৌশিকী অমাবস্যায় রাজ্যের বিভিন্ন তীর্থস্থানে তারা মায়ের আরাধনা হয়ে থাকে, তারাপীঠ,  দক্ষিনেশ্বর প্রভৃতি মন্…

 




বাংলার সংস্কৃতি ভারতবর্ষকে পথ দেখিয়েছে, তাই ধর্মের ভেদাভেদ ভুলে উৎসবে মাতার আহ্বান প্রাক্তন মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্রের


 কৌশিকী অমাবস্যায় রাজ্যের বিভিন্ন তীর্থস্থানে তারা মায়ের আরাধনা হয়ে থাকে, তারাপীঠ,  দক্ষিনেশ্বর প্রভৃতি মন্দিরে জাঁকজমক করে পুজো হয়ে থাকে। তারাপীঠ, দক্ষিনেশ্বরের মতো তমলুকেও জাঁকজমক করে পুজোর আয়োজন করা হয় তারা তঠস্থা সেবা শক্তির পক্ষ থেকে।বৃহস্পতিবার রাতে তমলুকে তারা মায়ের পুজোর শুভ উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র। এছাড়াও উপস্থিত ছিল মহিষাদলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী,  তমলুক পুরসভার কাউন্সিলরগন। শুক্রবার দশমহাবিদ্যা যঞ্জ হবে। সেই যঞ্জে এক কুইন্টাল ২৮ কেজি বেল কাঠ ও ২১ কেজি ঘি দিয়ে যঞ্জ হবে। আগামী রবিবার পর্যন্ত নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে পুজো উৎসবে পরিনত হবে।

এদিন পুজো উদ্বোধনে এসে প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র বলেন, বাংলার সংস্কৃতি ভারতবর্ষকে পথ দেখিয়েছে। তাই বাংলার সংস্কৃতিকে বজায় রাখতে ধর্মীয় ভেদাভেদ ভুলে সকলকে নিয়ে উৎসবে মাততে হবে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছে সকলকে নিয়ে কিভাবে উৎসবে আনন্দ করতে হয়। গত ৮ বছর ধরে তমলুক তারা মায়ের আরাধনা হয়ে আসছে, আগামীদিনেও একই ভাবে সকলকে সাথে নিয়ে এগিয়ে যাবে এই সংস্থা।

No comments