Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গ্রামাঞ্চলে পানীয় জলের সংকটে গ্রামবাসীদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ

গ্রামাঞ্চলে পানীয় জলের সংকটে গ্রামবাসীদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ সুতাহাটা থানা অন্তর্গত গুয়াবেড়িয়া অঞ্চলে গড়াদোরোতে  পানীয় জলের দাবিতে পথ অবরোধ। দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকট স্থানীয় গ্রামবাসীরা রাস্তা ঘিরে বিক্ষোভ দেখায…

 




গ্রামাঞ্চলে পানীয় জলের সংকটে গ্রামবাসীদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ 

সুতাহাটা থানা অন্তর্গত গুয়াবেড়িয়া অঞ্চলে গড়াদোরোতে  পানীয় জলের দাবিতে পথ অবরোধ। দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকট স্থানীয় গ্রামবাসীরা রাস্তা ঘিরে বিক্ষোভ দেখায়। সুতাহাটা- কুকড়াহাটি রোড অবরোধ করে। সকাল সকাল  ব্যস্ততম সময়ে রাস্তা অবরোধ হবার ফলে যানজটের সৃষ্টি হয়।  সুতাহাটা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। পুলিশ পানীয় জলের সমস্যা সমাধানের আশ্বাস দিলে, কয়েক ঘন্টা পরে বিক্ষোভ উঠে যায়। 

 গুয়াবছড়িয়া অঞ্চলে গড়াদোরো গ্রামে একমাস হলো টিউব ওয়েল খারাপ হয়ে পড়ে রয়েছে । স্থানীয় মানুষজনের অভিযোগ ,স্থানীয় পঞ্চায়েত প্রধানকে এবং প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি। পাশের গ্রাম বহুদূর থেকে পানীয় জল বয়ে আনতে হয়।  টিউবয়েল সারিয়ে পানীয় জলের সংকট মেটানোর জন্য স্থানীয় এলাকাবাসীরা সকাল-সকাল বিক্ষোভ দেখায়। 

এলাকার মানুষের দাবি আমরা বিজেপি করার জন্য আমিও প্রধানকে বলেও কোন কাজ হয়নি।পাশাপাশি বেশ কয়েকটি জলের উৎস থাকলেও রাজনৈতিক চক্রান্ত করা হচ্ছে বলে দাবি।


No comments