Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ইকো হেল্থ পার্ক কে আধুনিক করতে লেজার শো’র ব্যবস্থা করলে আরও আকর্ষণীয় হবে। তিনি এদিন পুর চেয়ারম্যান সুধাংশু মণ্ডলকে পরামর্শ দেন, পৌর নগর উন্নয়ন মন্ত্রী

ইকো হেল্থ পার্ক কে আধুনিক করতে লেজার শো’র ব্যবস্থা করলে আরও আকর্ষণীয় হবে। তিনি এদিন পুর চেয়ারম্যান সুধাংশু মণ্ডলকে পরামর্শ দেন, পৌর নগর উন্নয়ন মন্ত্রী


 বাংলায় শিল্পায়নের পথ দেখিয়েছে হলদিয়া। এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিনিয়ে…

 




ইকো হেল্থ পার্ক কে আধুনিক করতে লেজার শো’র ব্যবস্থা করলে আরও আকর্ষণীয় হবে। তিনি এদিন পুর চেয়ারম্যান সুধাংশু মণ্ডলকে পরামর্শ দেন, পৌর নগর উন্নয়ন মন্ত্রী




 বাংলায় শিল্পায়নের পথ দেখিয়েছে হলদিয়া। এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিনিয়োগের জন্য শিল্পপতিরা এগিয়ে আসছেন। বাংলার সিলিকন ভ্যালি রাজারহাটে আইটি পার্কে আর জমি দিতে পারছে না সরকার। আইটি পার্কের ২৫০একর জমি শেষ হয়ে গিয়েছে। তথ্যপ্রযুক্তি ছাড়াও রাজ্যে চর্মশিল্প সহ একাধিক ক্ষেত্রে আরও বিনিয়োগ আসছে। বৃহস্পতিবার হলদিয়ার দুর্গাচকে ইকো হেল্থ পার্কের উদ্বোধনে এসে একথা বলেন রাজ্যের পুর ও নগরেন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, শিল্পপতিরা এখানে ৫হাজার ১০হাজার কোটি টাকা বিনিয়োগ করতে এসেছেন, আর সেখানে লালঝাণ্ডা লাগিয়ে শিল্প বন্ধ করে দেওয়া হয়েছে। দীর্ঘ ৩৪বছর ধরে এরাজ্যে এই সংস্কৃতি গড়ে উঠেছিল। সেই ধারণা পরিবর্তন করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ১১বছর সময় লেগেছে। এখন আর বাংলায় শিল্পের ‘ম্যানডেজ লস’ হয় না। 

পুরমন্ত্রী দাবি করেন, এখন আর গুণ্ডারা এসে শিল্পপতিদের কাছ থেকে টাকা তোলে না। ইউনিয়নের নাম করে কারও উপর অত্যাচার হয় না। প্রকৃত যারা শ্রমিক তাঁদের স্বার্থেই ইউনিয়ন কাজ করছে। বাংলায় নগরায়নের পর এখন শিল্পায়নে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। এজন্য তিনি লাগাতর চেষ্টা করছেন। এদিন পুরমন্ত্রী হলদিয়া পুরসভার চেয়ারম্যানের উদ্যোগের প্রশংসা করে বলেন, ইকো হেল্থ পার্কের ভাবনা শিল্পশহরকে আলাদা মাত্রা দেবে। হলদিয়ায় আগের তুলনায় সবুজায়ন বেড়েছে। এই ধরনের পার্ক শহরের ফুসফুসের কাজ করবে। কয়েক কোটি টাকা ব্যয়ে এই পার্ক তৈরি হয়েছে। একে আধুনিক করতে লেজার শো’র ব্যবস্থা করলে আরও আকর্ষণীয় হবে। তিনি এদিন পুর চেয়ারম্যান সুধাংশু মণ্ডলকে পরামর্শ দেন, শনি ও রবিবার বিকেলে এখানে দর্শনার্থীদের মনোরঞ্জনের জন্য স্থানীয় শিল্পীদের নিয়ে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান করুন। এছাড়া লেকে বোটিংয়ের সময় লাইফ জ্যাকেট ব্যবহার যাতে সবাই করে সেদিকে নজরদারি করতে বলেন মন্ত্রী।

পুরসভার ইকো হেল্থ পার্কের সঙ্গে রয়েছে আইল্যান্ড কফিশপ, রেস্টুরেন্ট, সুইমিংপুল সহ বিনোদনের যাবতীয় উপকরণ। বিনোদন ও পর্যটনে আকর্ষণ তৈরি করতে এই প্রকল্পে টয়ট্রেন, মিউজিক্যাল ফাউন্টেন ও লেজার শো যুক্ত করার পরিকল্পনা রয়েছে। কাশ্মীরের ডাল লেকের আদলে এই পার্কে শিকারা বোট চালু করা হচ্ছে। এছাড়া ওয়াটার স্পোর্টস চালু করার পরিকল্পনা রয়েছে। সুইমিং পুলে সাঁতার প্রশিক্ষণকেন্দ্র চালু হবে। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে পুরমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরি, কারা মন্ত্রী অখিল গিরি, প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র, হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জোতির্ময় কর, হলদিয়া পুরসভার চেয়ারম্যান, পুলিস সুপার অমরনাথ কে প্রমুখ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পুর মন্ত্রী বলেন, হলদিয়া পুরসভার মেয়াদ শেষের পর কিছুদিনের জন্য পুর প্রশাসক নিয়োগ করা হবে। তারপর নির্বাচন হবে। প্রসঙ্গত, আগামী ৬সেপ্টেম্বর হলদিয়া পুরসভার বর্তমান পুরবোর্ডের মেয়াদ শেষ হচ্ছে।

No comments