Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পাঁশকুড়ায় তৈরি হচ্ছে নতুন পার্ক, যার উদ্বোধন করবেন পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফীরহাদ হাকিম

পাঁশকুড়ায় তৈরি হচ্ছে নতুন পার্ক, যার উদ্বোধন করবেন পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফীরহাদ হাকিম

পাঁশকুড়া পেতে চলেছে নতুন বিনোদন, যার মধ্যে রয়েছে সুবিশাল এলাকাজুড়ে সৌন্দর্যায়ন সুসজ্জিত একটি পার্ক। প্রায় ১০কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্…

 



পাঁশকুড়ায় তৈরি হচ্ছে নতুন পার্ক, যার উদ্বোধন করবেন পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফীরহাদ হাকিম



পাঁশকুড়া পেতে চলেছে নতুন বিনোদন, যার মধ্যে রয়েছে সুবিশাল এলাকাজুড়ে সৌন্দর্যায়ন সুসজ্জিত একটি পার্ক। প্রায় ১০কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে নতুন পার্ক। যা পাঁশকুড়াবাসীর কাছে এক নতুন চমক একপ্রকার উপহার বলা যায়। এই পার্ক তৈরির কাজ প্রায় শেষ হতেই সেই মহেন্দ্র শুভক্ষন হাজির। অপেক্ষায় দিনগুনছিলেন পাঁশকুড়াবাসী কবে উদ্বোধন হবে পাঁশকুড়ার নতুন বিনোদন পার্ক বিদ্যাসাগর উদ্যান। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পুর মন্ত্রী ফিরহাদ হাকিমের হাতে উদ্ধোধন হয় এই পার্ক। উপস্থিত ছিলেন কারা মন্ত্রী অখিল গিরি, জল সম্পদ মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী সহ একাধিক প্রশাসনিক কর্তারা উপস্থিত ছিলেন।

নব নির্মিত এই পার্কে থাকছে একাধিক চমক।

পাঁশকুড়া পৌরসভা এলাকায় গ্রীন সিটির আওতায় তৈরি হচ্ছে এই পার্কটি।  ১০কোটি টাকার এই প্রজেক্ট এর কাজ দ্রুত গতিতে সম্পন্ন হয়েছে।

শিশু থেকে শুরু করে আট থেকে আশি সকলের বিনোদনের যোগান দিতে চলেছে এই সুবিশাল পার্কটি।

পার্কের মধ্যে থাকছে ওপেন থিয়েটার হল, ফুড প্লাজা, মেরিড সেরেমনি হল, প্রেস কর্নার, বিভিন্ন মনিষিদের মূর্তি সহ একাধিক বিশেষত্ব নিয়ে তৈরি হচ্ছে এই পার্কটি।

এই পার্ক তৈরি হলে শুধু পাঁশকুড়াবাসী নয় দূর-দূরান্ত থেকে বহু মানুষ বেড়াতে আসবেন এখানে। এমনকি এই পার্ক ঘিরে বেকারদের বেকারত্ব ঘোচাতে একাধিক ব্যবসা গড়ে উঠবে মিলবে একাধিক কর্মস্থান। সব মিলিয়ে এই পার্কে ঘিরে একাধিক স্বপ্ন দেখছেন পাঁশকুড়াবাসী।

No comments