হাসপাতালে ডিউটিতে গাফিলতি হলেই ডাক্তারদের শোকজ করার নির্দেশ দিলেন জেলাশাসক হলদিয়া মহকুমা হাসপাতালে ডিউটিতে গাফিলতি হলেই ডাক্তারদের শোকজ করার নির্দেশ দিলেন জেলাশাসক। শনিবার হাসপাতালে রোগীকল্যাণ সমিতির বৈঠকের পর হাসপাতাল সুপারক…
হাসপাতালে ডিউটিতে গাফিলতি হলেই ডাক্তারদের শোকজ করার নির্দেশ দিলেন জেলাশাসক
হলদিয়া মহকুমা হাসপাতালে ডিউটিতে গাফিলতি হলেই ডাক্তারদের শোকজ করার নির্দেশ দিলেন জেলাশাসক। শনিবার হাসপাতালে রোগীকল্যাণ সমিতির বৈঠকের পর হাসপাতাল সুপারকে এই নির্দেশ দেন জেলাশাসক। ওই বৈঠকে হলদিয়ার মহকুমাশাসক, পুরসভার চেয়ারম্যানও উপস্থিত ছিলেন। হাসপাতালের পরিষেবা উন্নতির বিষয়ে তাঁদের নিয়মিত নজরদারি করার অনুরোধ করেন জেলাশাসক। এদিন রোগীকল্যাণ সমিতির বৈঠকে ডাক্তারদের ডিউটি নিয়ে বিস্তর অভিযোগ ওঠে। অভিযোগ, হাসপাতালে ঠিকমতো অপারেশন হচ্ছে না। বিশেষ করে অর্থোপেডিক বিভাগের অপারেশন নিয়ে অভিযোগ ওঠে। পরিকাঠামো থাকা সত্ত্বেও অপারেশন না করে রেফার করার প্রবণতা খুব বেশি। তাছাড়া চিকিৎসা পরিষেবা নিয়েও রোগীর পরিবার ক্ষুব্ধ। ডাক্তাররা সারা সপ্তাহের ৪৮ঘণ্টার ডিউটি মাত্র দু’দিনে সেরে দেন। এনিয়ে ক্ষোভপ্রকাশ করেন জেলাশাসক। হাসপাতালে ডাক্তার এবং পরিষেবার পারফরম্যান্স রিপোর্ট নিয়ে ক্ষুব্ধ রোগী কল্যাণ সমিতি। হাসপাতালে স্টিলবর্ন বেবি অর্থাৎ প্রসবের আগেই শিশুমৃত্যুর সংখ্যা জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ১৩টি। কেন এই মৃত্যু হল তা নিয়ে অডিট করতে হয়। সেই অডিটের ক্ষেত্রে চূড়ান্ত গাফিলতি নিয়ে ক্ষুব্ধ রোগীকল্যাণ সমিতি। হলদিয়ার মহকুমাশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় বলেন, সরকারি কর্মীদের মতো সময় মেনে এবার থেকে ডাক্তারদের ডিউটি দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিষয়টি নজরদারির জন্য সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে। পুরসভার চেয়ারম্যান সুধাংশু মণ্ডল বলেন, হাসপাতালে পরিকাঠামোগত উন্নয়নের জন্য জেলাশাসক বে কয়েকটি নির্দেশ দিয়েছেন পুরসভাকে করার জন্য। ইতিমধ্যেই পুরসভা গত তিন মাসে প্রায় ২৫লক্ষ টাকা ব্যয় করেছে হাসপাতালে পরিকাঠামো ও পরিষেবা উন্নতির জন্য। রোগীর পরিবার ও ডাক্তারদের সেই পরিকাঠামো গড়ে দেওয়া হয়েছে।
No comments