Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শিল্প সংস্থার উদ্যোগে মিটল গ্ৰামে পানীয় জলের সমস্যা,খুশি ৫৩টি পরিবার

শিল্প সংস্থার উদ্যোগে মিটল গ্ৰামে পানীয় জলের সমস্যা,খুশি ৫৩টি পরিবার ট্যাপ খুললেই পড়বে জল,পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল পৌঁচ্ছে  যাচ্ছে গ্ৰামে।হলদিয়া ব্লকের দেভোগ গ্রাম পঞ্চায়েতের কিসমত শিবরামনগর গ্ৰামের …

 




শিল্প সংস্থার উদ্যোগে মিটল গ্ৰামে পানীয় জলের সমস্যা,খুশি ৫৩টি পরিবার

 ট্যাপ খুললেই পড়বে জল,পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল পৌঁচ্ছে  যাচ্ছে গ্ৰামে।

হলদিয়া ব্লকের দেভোগ গ্রাম পঞ্চায়েতের কিসমত শিবরামনগর গ্ৰামের পূর্বপল্লিতে দীর্ঘ আট মাস পর পানীয় জলের সমস্যা মেটায় খুশি এলাকার ৫৩টি পরিবার।স্থানীয়দের উদ্যোগে গ্রামে জল সঙ্কট মেটাতে হলদিয়ার হিরন্ময়ী এনার্জি লিমিটেড নামে একটি শিল্প সংস্থার সামাজিক দায়বদ্ধতা প্রকল্পের মাধ্যমে সাবমার্সিবল পাম্প বসানো হয়েছে।প্রায় ৯০০ মিটার এলাকা জুড়ে পাইপ লাইন বসানোর কাজ চলছে।৫৩টি পরিবার সে খরচ বহন করছেন ।পথচলতি মানুষজনের তৃষ্ণা নিবারণের জন্য রাস্তার পাশেই একটি জলের ট্র্যাঙ্ক বসানো হয়েছে।গ্ৰামবাসীদের জানান এই এলাকায় একটি মার্ক টু নলকূপ ছিল।মাস দশেক আগে ওই নলকূপ থেকে প্রচুর পরিমাণ আয়রন মিশ্রিত জল উঠতে থাকে।জল পরীক্ষার পর ব্লক প্রশাসন থেকে ওই জলের ব্যবহার বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়। ফলে পানীয় জলের সঙ্কটে পড়েন গ্ৰামের ৫৩টি পরিবারের মানুষজন।স্থানীয় বাসিন্দা মন্টু প্রামানিক বলেন, "কারখানা কর্তৃপক্ষ সাবমার্সিবল পাম্প বসিয়েছে,আমরা নিজেরা উদ্যোগ নিয়ে প্রত্যেক বাড়ি থেকে চাঁদা তুলে পাইপ লাইন সহ ট্যাপের বিভিন্ন সরঞ্জাম কিনে নিজেরাই মাটি কেটে পাইপ বসিয়ে জলের লাইনের সমস্ত কাজ করছি।"

জলের সমস্যা মেটায় খুশি ৫৩ টি পরিবারের বাসিন্দারা।এলাকার এক কলেজ পড়ুয়া মধুশ্রী প্রামানিক বলেন, "প্রায় আট মাস পর পানীয় জলের সমস্যা দূর হয়েছে,জলের জন্য দু-তিন কিলোমিটার দূরে ছুটতে হতো,এবার বাড়িতে বাড়িতে জল আসবে,জেনে খুব ভাল লাগছে।"স্থানীয় পঞ্চায়েত প্রধান হৃষিকেশ মাজী বলেন, "কিছুদিন আগে ওই এলাকায় সাবমার্সিবল পাম্প বসানোকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে ঝামেলা সৃষ্টি হয়েছিল।আমরা দুই পক্ষের সঙ্গে আলোচনা করে যাতে সবাই পানীয় জল পেতে পারে তার সু-বন্দোবস্ত করে দিয়েছি,এরপর ওই এলাকার আর জলের সমস্যা থাকলো না"।

No comments