Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নদীয়া জেলার রানাঘাটে অনুষ্ঠিত ৪৩ তম রাজ্য জুনিয়র খো খো প্রতিযোগিতায়। জেলার বালকদল রানার্স ও বালিকা দল তৃতীয় স্থান অধিকার করেছে

নদীয়া জেলার রানাঘাটে অনুষ্ঠিত ৪৩ তম রাজ্য জুনিয়র খো খো প্রতিযোগিতায়। জেলার বালকদল রানার্স ও বালিকা দল তৃতীয় স্থান অধিকার করেছে
১৯ থেকে ২১ শে আগষ্ট ২০২২ নদীয়া জেলার রানাঘাটে অনুষ্ঠিত ৪৩ তম রাজ্য জুনিয়র খো খো প্রতিযোগিতায়। পূ…

 



নদীয়া জেলার রানাঘাটে অনুষ্ঠিত ৪৩ তম রাজ্য জুনিয়র খো খো প্রতিযোগিতায়। জেলার বালকদল রানার্স ও বালিকা দল তৃতীয় স্থান অধিকার করেছে


১৯ থেকে ২১ শে আগষ্ট ২০২২ নদীয়া জেলার রানাঘাটে অনুষ্ঠিত ৪৩ তম রাজ্য জুনিয়র খো খো প্রতিযোগিতায়। পূর্ব মেদিনীপুর জেলার বালকদল রানার্স ও বালিকা দল তৃতীয় স্থান অধিকার করেছে। সেই সঙ্গে সেমি ফাইনাল ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে - পূর্ব মেদিনীপুর জেলার সনজিৎ মান্না।



গ্রুপ লিগে পূর্ব মেদিনীপুর জেলার বালিকাদল খেলে- উওর ২৪ পড়গনা, শিলিগুড়ি ও কোচবিহারের সঙ্গে। উওর ২৪ পড়গনা ও  কোচবিহারের সঙ্গে জয়লাভ করলেও শিলিগুড়ির সঙ্গে পরাজিত হয়ে গ্রুপ পর্বে রানার্স হয়ে সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে সব পেয়েছি আসরের সঙ্গে । হাড্ডাহাড্ডি লড়াই করে পরাজিত হয় পূর্ব মেদিনীপুর জেলা। ৩য় পজিশানাল ম্যাচে পূর্ব মেদিনীপুর জেলা ও হুগলি জেলা যুগ্ম ভাবে তৃতীয় স্থান অধিকার করে। 

বালিকা দল- জানমনি খাতুন (অধিনায়িকা), পারমিতা রায় প্রামানিক (সহ - অধিনায়কা), রিয়া সামন্ত, সুস্মিতা বারুই, সোনালী দাস, অপর্না দাস , রুনু দাস, পৌলোমী দাস , তামান্না খাতুন, অনিতা সামন্ত, তনুশ্রী দাস, সুস্মিতা রুদ্র।

কোচ - চন্দন সামন্ত ও ম্যানেজার- মনীষা দাস ।


অপর দিকে গ্রুপ লিগে পূর্ব মেদিনীপুর জেলার বালক দল খেলে- মুর্শিদাবাদ, কোচবিহার ও শিলিগুড়ির সঙ্গে। গ্রুপ পর্বে  সমস্ত ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে নদীয়া জেলার সঙ্গে ও জয় লাভ করে। ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে হুগলি জেলার সঙ্গে এবং পরাজিত হয়ে প্রতিযোগিতার রানার্স হয়েছে।

বালক দল- 

সনজিৎ মান্না (অধিনায়ক), সেখ শামসুর আলম ( সহ- অধিনায়ক), অতনু দীক্ষিত, শেখ মইদুল ইসলাম, শেখ মনিরুল ইসলাম, সুখেন্দু মন্ডল, সাহেব প্রামানিক, সৌম্যদীপ মন্ডল, রোহিত লুরকি, শান্তনু বাড়ুই, সেখ আরমান, শেখ আসাদুল।

কোচ- রবিবুল ইসলাম ও ম্যানেজার - সন্দীপ প্রামানিক


এই জয়ের ফলে অভিনন্দন  ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন- পূর্ব মেদিনীপুর জেলা খো খো সংস্থার সভাপতি অবনীন্দ্রনাথ দাস ও সম্পাদক ডঃ দেব প্রসাদ সাউ। পূর্ব শ্রীকৃষ্ণপুর খো খো একাডেমির সভাপতি ও হলদিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর চন্দন কুমার মাঝি।

No comments