Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভগ্ন কাঠের সেতু সারাই এবং পাকা সেতুর দাবি নিয়ে নন্দীগ্রামের ঘোলপুকুরিয়ায় পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন বাম সংগঠনের..

ভগ্ন কাঠের সেতু সারাই এবং পাকা সেতুর দাবি নিয়ে নন্দীগ্রামের ঘোলপুকুরিয়ায় পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন বাম সংগঠনের.ভগ্ন কাঠের সেতু সারাই এবং পাকা সেতুর দাবি নিয়ে শনিবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের ঘোলপুকুরিয়া এলাকায় …

 




ভগ্ন কাঠের সেতু সারাই এবং পাকা সেতুর দাবি নিয়ে নন্দীগ্রামের ঘোলপুকুরিয়ায় পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন বাম সংগঠনের.

ভগ্ন কাঠের সেতু সারাই এবং পাকা সেতুর দাবি নিয়ে শনিবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের ঘোলপুকুরিয়া এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো বাম সংগঠনের কর্মী সামর্থকেরা, স্থানীয়দের অভিযোগ মোস্তারাম মাইতির ঘাটের কাছে রেয়াপাড়া ঘোলপুকুরিয়া খালের উপর যে কাঠের সেতুটি রয়েছে সেটি ভগ্নপ্রায় অবস্থায়, মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা, হলে সমস্যার পথ চলতে হচ্ছে স্থানীয় মানুষ জনসহ এলাকার ছাত্র ছাত্রীদের, এইদিন দীর্ঘক্ষণ ধরে চলে অবরোধ করে বিক্ষোভ, পরে পুলিশি আশ্বাসে ওঠে অবরোধ, এই দিন উপস্থিত ছিলেন বাম সংগঠনের RSP জনাল সম্পাদক অনিমেষ মাইতি, সিপিআইএমের শাখা সম্পাদক শরদিন্দু প্রধান, বাদল বাবু সহ অন্যান্য বাম সংগঠনের নেতা কর্মীরা, বাম সংগঠনের বক্তব্য আগামী দিনে তাদের এই দাবি যদি মানা না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন তারা।

No comments