Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

২০১৯ সালে CPSM আয়োজিত চতুর্থ শ্রেণির ADTM পরীক্ষায় রাজ্য স্তরে আমার ছোটো পুত্র অগ্নিপ্রভ দ্বিতীয় হয়েছিল। কিন্তু করোনা মহামারীর জন্য পুরষ্কার প্রদান অনুষ্ঠান স্থগিত ছিল। আজকে ঐ স্থগিত পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গভী…

 ২০১৯ সালে CPSM আয়োজিত চতুর্থ শ্রেণির ADTM পরীক্ষায় রাজ্য স্তরে আমার ছোটো পুত্র অগ্নিপ্রভ দ্বিতীয় হয়েছিল। কিন্তু করোনা মহামারীর জন্য পুরষ্কার প্রদান অনুষ্ঠান স্থগিত ছিল। আজকে ঐ স্থগিত পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গভীর দুঃখের সঙ্গে জানাই ২০২০ সালের ২৮ শে ডিসেম্বর এই সংগঠনের প্রাণপুরুষ ও প্রতিষ্ঠাতা সভাপতি প্রথিতযশা গণিতজ্ঞ ও অবসরপ্রাপ্ত অধ্যাপক  ডঃ সত্যেন্দ্র নাথ গিরির  অকাল প্রয়াণ  ঘটে। আমার বড় ছেলে অনুভবের তৃতীয় শ্রেণির এই ADTM পরীক্ষায় রাজ্য স্তরের সাফল্যের পর থেকে  ওর সঙ্গে পুরষ্কার নেওয়ার জন্য আসতাম কিন্তু সেই সঙ্গে  অনেক গুণী জন ও গণিত বিষয়ের বিদগ্ধ মানুষজনের সান্নিধ্য ও বক্তব্য শোনার জন্য প্রায় প্রতি বছরই এই পুরস্কার বিতরণ দিনটার অপেক্ষায় আমি ও থাকতাম। ডঃ সত্যেন্দ্র নাথ গিরির কর্মজীবনের দীর্ঘ অভিজ্ঞতা ও  কিভাবে সঠিক ভাবে গণিত শেখা ও গণিত বিষয়ের আগ্ৰহ বৃদ্ধির সঙ্গে সঙ্গে শেখার সঙ্গে বাস্তবের মিল করা প্রভৃতি বিষয়ের মূল্যবান বক্তব্য শোনার জন্য উপস্থিত শিক্ষক- শিক্ষিকা, অভিভাবক- অভিভাবকরা এবং গণিত পিপাসু ছাত্র-ছাত্রীরাও অধীর আগ্রহে অপেক্ষা করতো।দীর্ঘ দুই বছর পর আজ ১৭/০৭/২০২২ তারিখে ওনার স্মৃতিচারণ করা হয় ও ওনার স্মৃতির উদ্দেশ্যে ওনার নামেই স্পিচ ,অফিস জার্নাল, বার্ষিক বুলেটিন প্রকাশ ও ডঃ সত্যেন্দ্র নাথ গিরি মেমোরিয়াল সেমিনার কক্ষের উদ্বোধন হোল। উপস্থিতি ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক ও গণিতের আর এক দিকপাল অবসরপ্রাপ্ত অধ্যাপক ডঃ মদন মোহন চেল, অবসরপ্রাপ্ত অধ্যাপক ডঃ নারায়ন ঘোষ, অধ্যাপক ডঃ দেবেশ বেরা,, আরও অনেক গণিতজ্ঞ ও গণিতের শিক্ষক শিক্ষিকা ও অধ্যাপক ও অধ্যাপিকা‌।আর যাঁর সংক্ষিপ্ত কিন্তু মনোগ্ৰাহী ও কার্যকরী বক্তব্য  ছাত্রছাত্রীদের  মন ছুঁয়ে গেছে তিনি আর কেউ নয় আমাদের সবার পরিচিত  প্রিয় মানুষ মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন উপসচিব ও এস. এস. সি.র আ্যডভাইসর অধ্যাপক ডঃ পার্থ কর্মকার।CPSM আয়োজিত ADTM পরীক্ষা দিতে নিজেদের সন্তানসন্ততি ও ছাত্রছাত্রীদের উৎসাহ দিন।

No comments