Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাজ্য শ্রমদপ্তরকে এড়িয়ে নিয়োগ করতে পারবে না শিল্পসংস্থাগুলি

রাজ্য শ্রমদপ্তরকে এড়িয়ে নিয়োগ করতে পারবে না শিল্পসংস্থাগুলি
১ আগস্টের পর থেকে হলদিয়া ও কোলাঘাট শিল্পাঞ্চলে নিয়োগের জন্য 'ড্রপ বক্স' চালু হচ্ছে। চাকরিপ্রার্থীরা যোগ্যতার প্রমাণপত্র সহ আবেদনপত্র ওই ড্রপ বক্সে জমা দিতে প…

 




রাজ্য শ্রমদপ্তরকে এড়িয়ে নিয়োগ করতে পারবে না শিল্পসংস্থাগুলি


১ আগস্টের পর থেকে হলদিয়া ও কোলাঘাট শিল্পাঞ্চলে নিয়োগের জন্য 'ড্রপ বক্স' চালু হচ্ছে। চাকরিপ্রার্থীরা যোগ্যতার প্রমাণপত্র সহ আবেদনপত্র ওই ড্রপ বক্সে জমা দিতে পারবেন। ডিএম ও এসডিও অফিস, এইচডিএ, শ্রমদপ্তরের ডিএলসি অফিসে ওই ড্রপ বক্স রাখা থাকবে। পয়লা আগস্টের পর থেকে রাজ্যের শ্রমদপ্তর ঘোষিত কমিটিকে না জানিয়ে কোনও শিল্প সংস্থা নিয়োগ করতে পারবে না। মঙ্গলবার হলদিয়ায় শিল্প সংস্থাগুলির সঙ্গে বৈঠকে এই বার্তা দিলেন ওই কমিটির চেয়ারম্যান তথা জেলাশাসক পূর্ণেন্দু মাজি। তিনি বলেন, বিভিন্ন কারখানায় নিয়োগের বিষয়টি দেখভাল করার জন্য একটি ওয়ার্কিং কমিটি তৈরি করছি। ওই কমিটি শিল্প সংস্থাগুলিকে এবিষয়ে প্রয়োজনমতো পরামর্শ দেবে। সরকার ঘোষিত কমিটি কারখানার উপর খবরদারি করার উদ্দেশে তৈরি হয়নি। শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা যাতে বজায় থাকে, শ্রমিকের স্বার্থ এবং শিল্পের উৎপাদন স্বাভাবিক রাখাই কমিটির লক্ষ্য।


এদিন হলদিয়ার দুর্গাচকে কুমারচন্দ্র জানা অডিটরিয়ামে হলদিয়ার সমস্ত ছোট, মাঝারি এবং বড় শিল্প সংস্থাগুলিকে নিয়ে শ্রমদপ্তরের কমিটি বৈঠক করে। বৈঠকে জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জ্যোতির্ময় কর, চিফ এগজিকিউটিভ অফিসার কোন্থাম সুধীর, অতিরিক্ত পুলিস সুপার শ্রদ্ধা পান্ডে, হলদিয়া সুরসভার চেয়ারম্যান সুধাংশু মণ্ডল এবং শ্রমদপ্তরের আধিকারিক ও কারখানা পরিদর্শক। এদিনই হলদিয়ায় ১১টি শল্প সংস্থায় বকেয়া বেতনচুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে। ন্দোরামা ধানসিরি পেট্রকেম কারখানার আইএনটিটিইউসি


ইউনিয়নের পক্ষ থেকে এদিন কারখানা কর্তৃপক্ষ ও কমিটির হাতে বেতনচুক্তির জন্য দাবিসনদ জমা দেওয়া হয়। আইএনটিটিইউসির তমলুক জেলার সভাপতি শিবনাথ সরকার বলেন, প্রতিটি কারখানায় ইউনিয়নের নতুন কমিটি তৈরির পর তাদের সই করা দাবিসনদ এবার জমা দেওয়া হবে। সেই প্রক্রিয়া শুরু হয়েছে। কমিটির পক্ষ থেকে এদিন জানানো হয়, ধানসিরির দাবিসনদ জমা পড়েছে। এটি খতিয়ে দেখার পর আগামী ২৮ আগস্ট শ্রমদপ্তরে ইউনিয়নের প্রতিনিধি, কারখানা কর্তৃপক্ষ ও শ্রমদপ্তরের মধ্যস্থতায় ত্রিপাক্ষিক চুক্তি হবে। কমিটি পর্যবেক্ষকের ভূমিকা নেবে। ওইদিনই বকেয়া বেতনচুক্তি কবে কোন কারখানায় হবে তার ক্যালেন্ডার দেওয়া হবে ইউনিয়ন ও কারখানাগুলিকে। এর ফলে তাদের আলাপ আলোচনার সুবিধে হবে। ১৫ আগস্টের মধ্যে এই প্রক্রিয়া শেষ করা হবে। বেতনচুক্তির পাশাপাশি নিয়োগে স্বচ্ছতা আনতে ডেটা ব্যাঙ্ক ও এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক তৈরি হচ্ছে। শিল্প সংস্থাগুলিতে বছরভর কোন কাজের জন্য কী ধরনের শ্রমিক প্রয়োজন প্রথমে সেই তথ্য চাওয়া হবে। জেলাশাসক জানান, হলদিয়ার সরকারি বেসরকারি বা কেন্দ্রীয় সংস্থা সবার ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য। স্থায়ী নিয়োগ বা ভিন রাজ্যের কোনও সংস্থার দক্ষ কর্মী নিয়োগ করতে গেলেও কমিটিকে জানিয়েই করতে হবে। এদিন তিনি বলেন, হলদিয়ার সমস্ত ছোট শিল্প বা এমএসএমই শিল্পগুলির উৎপাদনের তালিকা এবং বড় শিল্পগুলিকে তাদের এমএসএমই থেকে কী কী ক্রয় করে তার তালিকা জেলা প্রশাসনের কাছে জমা দিতে বলা হয়েছে। এমএসএমই শিল্পের উন্নয়নে এই সমন্বয়ের কাজ করবে জেলা প্রশাসন। • নিজস্ব চিত্র

No comments