Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ শাসকদলের স্থানীয় পঞ্চায়েত সদস্যার বিরুদ্ধে,প্রাণনাশের হুমকি দিলেন ওই পঞ্চায়েত সদস্যা

প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ শাসকদলের স্থানীয় পঞ্চায়েত সদস্যার বিরুদ্ধে, প্রাণনাশের হুমকি দিলেন ওই পঞ্চায়েত সদস্যা।প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৈরিতে বির্তক ঘিরে শাসকদের স্থানীয় পঞ্চায়েত সদস…

 


প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ শাসকদলের স্থানীয় পঞ্চায়েত সদস্যার বিরুদ্ধে, প্রাণনাশের হুমকি দিলেন ওই পঞ্চায়েত সদস্যা।

প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৈরিতে বির্তক ঘিরে শাসকদের স্থানীয় পঞ্চায়েত সদস্য বাড়ি প্রাপককে প্রাণনাশের হুমকি দিলেন,হলদিয়া ব্লকের দেভোগ অঞ্চলের ঘটনা

আবাস যোজনা প্রকল্পে বাড়ি তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ স্থানীয় পঞ্চায়েত সদস্যার বিরুদ্ধে,হলদিয়া উন্নয়ন ব্লকের দেভোগ গ্ৰাম পঞ্চায়েতের ঘটনা

আবাস যোজনা প্রকল্পে টাকা পেয়ে বাড়ির দেওয়াল তৈরি হয়েছে।কিন্তু ছাদ ঢালাই করতে পারছেন না।অভিযোগ,গায়ের জোরে ছাদ ঢালাইয়ে বাধা দিচ্ছেন স্থানীয় এক পঞ্চায়েত সদস্যা।হলদিয়া ব্লকের বড়বাড়ি গ্রামের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে,ওই গ্রামের বাসিন্দা যুগলকিশোর অধিকারী আবাস যোজনার দু'টি কিস্তিতে ৬০ হাজার টাকা পেয়ে বাড়ি তৈরির কাজ শুরু করেছেন।কিছুদিন আগে দ্বিতীয় কিস্তির ৫০ হাজার টাকা পেয়ে দেওয়াল তৈরির শেষে ছাদ ঢালাই করতে গেলে প্রতিবেশী তথা স্থানীয় দেভোগ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্যা জ্যোৎস্না জানা অধিকারী বাধা দেন। বিষয়টি স্থানীয় থানার পুলিশকে জানিয়েও সুরাহা হয়নি বলে অভিযোগ।পরে জেলাশাসক, পুলিশ সুপার,হলদিয়ার বিডিওকে সমস্যার সমাধানে চিঠি দিয়েছেন যুগলকিশোর এবং তাঁর স্ত্রী সুদীপ্তা অধিকারী।

যদিও ওই পঞ্চায়েত সদস্য জ্যোৎস্না জানা অধিকারীর দাবি, “বাড়ি তৈরির জায়গাটি বিতর্কিত। তাই বাধা দিয়েছি।” জানা গিয়েছে,যুগলকিশোর এলাকায় বিজেপির সক্রিয় কর্মী।সেকারণে পরিকল্পিতভাবে বাড়ি তৈরির টাকা অনেক দেরিতে দেওয়া হয়েছে বলে অভিযোগ।এবং তাকে উদ্দেশ্যপ্রণিত ভাবে বাড়ি তৈরিতে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।আবাস যোজনা প্রাপক যুগলকিশোর আরও জানান বিরোধী দল করায় তাকে স্থানীয় প্রধান,উপপ্রধান বিভিন্ন ক্ষেত্রে অসহযোগিতা করেছে।যদিও দেভোগ অঞ্চলের প্রধান হৃষিকেশ মাজী জানিয়েছেন গ্ৰাম পঞ্চায়েত স্তর থেকে বাড়ি তৈরিতে কোন ভাবেই অসহযোগিতা করা হয়নি।উনি দুই কিস্তির টাকা পেয়ে গেছেন,বর্তমানে যে সমস্য হচ্ছে,তা জমি সংক্রান্ত পারিবারিক সমস্যা।তাই প্রসাশন বাড়ি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।হলদিয়া ব্লকের বিডিও সঞ্জয় দাস জানান, “ওই বিষয়ে অভিযোগ পেয়েছি।বিষয়টি খতিয়ে দেখে যথাযত ব্যবস্থা নেওয়া হবে।”


No comments