Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নয়াচরে মৎস্যজীবীদের নিয়ে সমন্বয় বৈঠক

নয়াচরে মৎস্যজীবীদের নিয়ে সমন্বয় বৈঠক
নয়াচর মৎস্যজীবী কো-অপারেটিভ এসোসিয়েশনের উদ্যোগে রবিবার ছয়টি ইউনিটের সদস্যদের নিয়ে একটি সমন্বয় বৈঠক করা হয়।বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার নয়াচর,হলদিয়া,নন্দীগ্রাম ও দক্ষিণ ২…

 




নয়াচরে মৎস্যজীবীদের নিয়ে সমন্বয় বৈঠক


নয়াচর মৎস্যজীবী কো-অপারেটিভ এসোসিয়েশনের উদ্যোগে রবিবার ছয়টি ইউনিটের সদস্যদের নিয়ে একটি সমন্বয় বৈঠক করা হয়।বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার নয়াচর,হলদিয়া,নন্দীগ্রাম ও দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকে আসা প্রায় দুশো জন মৎস্যজীবী ও বিভিন্ন মৎস্যজীবী সংগঠনের সদস্যরা।বৈঠকে নয়াচরের বাসিন্দাদের স্থায়ীকরণ এবং মৎস্য চাষের জন্য জমি বন্টন নিয়ে আলোচনা করা হয়।সরকারের কাছে সংগঠনের তরফে আবেদন জানানো হবে। নয়াচরের জমি যেন কোন একক ব্যক্তির হাতে না দেওয়া হয়,সকল মৎস্যজীবীদের যেন সমান ভাবে বন্টন করা হয়।প্রকৃত মৎস্য চাষীদের জমি এবং স্থায়ী পাট্টা দেওয়ার কথাও জানাবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এ ব্যাপারে তারা ১৫ আগষ্টের মধ্যে জেলাশাসক পূর্ণেন্দু মাঝি ও মুখ্যমন্ত্রী অখিল গিরির কাছে ধাপে ধাপে স্বারকলিপি জমা দেবেন। কিছু অসাধু ব্যক্তি নয়াচরের বাসিন্দাদের জায়গা জন্য টাকার নিচ্ছেন।তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও সরকার কে জানানো হবে।বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি স্বপন নস্কর,সাধারণ সম্পাদক সঞ্জয় কোলে প্রমুখ।

No comments