Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভগবানপুর ২ পূর্ব মন্ডলের উদ্যোগে আয়োজিত হয় বিক্ষোভ মিছিল

ভগবানপুর ২ পূর্ব মন্ডলের উদ্যোগে আয়োজিত হয় বিক্ষোভ মিছিল
 বর্তমানে রাজ্যে চলা দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নামল গেরুয়া শিবির। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভার ও ভূপতিনগর থানার জুখিয়া বাজারে ভগবানপুর ২ পূর্ব …

 



ভগবানপুর ২ পূর্ব মন্ডলের উদ্যোগে আয়োজিত হয় বিক্ষোভ মিছিল


 বর্তমানে রাজ্যে চলা দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নামল গেরুয়া শিবির। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভার ও ভূপতিনগর থানার জুখিয়া বাজারে ভগবানপুর ২ পূর্ব মন্ডলের উদ্যোগে আয়োজিত হয় বিক্ষোভ মিছিল। এ দিন নকল পার্থ চট্টোপাধ্যায় সাজিয়ে কোমরে দড়ি বেঁধে অভিনব কায়দায় টানতে টানতে পুরো জুখিয়া বাজার-সহ পার্শ্ববর্তী এলাকায়  ঘোরানো হয়। ভগবানপুরের বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বলেন, নোটিফিকেশন থেকে নিয়োগ, এমনকি কন্ট্রাক্টচুয়াল কর্মী নিয়োগের ক্ষেত্রেও এই তৃণমূল পরিচালিত রাজ্যে সরকারের সর্বস্তরের উচ্চপদস্থ কর্তা থেকে খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জড়িত আছেন।

রবিবার জুখিয়া বাজারে স্থানীয় বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি স্বাবলীল ভঙ্গিতে সংবাদ মাধ্যমের সামনে বলেন, এক শিক্ষা ক্ষেত্রে নিয়োগ নিয়ে আদালতের নির্দেশে চলা তদন্তে এক পার্থ চট্টোপাধ্যায়ের ঘটনাতেই চঞ্চল্য ছড়িয়ে পরেছে বাংলা সহ গোটা দেশ জুড়ে, এর পরেতো গ্রামে একশো দিনের কাজের টাকা নিয়ে দুর্নীতি আছেই, গরিব মানুষের টাকা, কেন্দ্রীয় প্রকল্পের টাকা এরা লোপাট করেছে,

যদি সৎ, এবং নির্ভিক তদন্ত চলতে থাকে তাহলে আগামীতে এই রাজ্যের মুখ্যমন্ত্রী সহ আরও অনেকের ই নাম উঠে আসবে। এ দিনের বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ভগবানপুর ২ ব্লকের পূর্ব মন্ডলের সভাপতি তপন মিদ্দা, জেলা কমিটির সদস্য প্রশান্ত পন্ডা, যুব নেতা প্রীতম প্রধান। তবে কয়েকশো বিজেপি কর্মী-সমর্থকেরা বিক্ষোভ মিছিলে পা মেলান।

No comments