Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ এবং অসামাজিক কাজে যুক্ত থাকায় কলকাতা পুলিশের কনস্টেবল উত্তম সামন্ত কে গ্রেফতার করলো দুর্নীতি দমন শাখার পুলিশ।

চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ এবং অসামাজিক কাজে যুক্ত থাকায় কলকাতা পুলিশের কনস্টেবল  উত্তম সামন্ত কে গ্রেফতার করলো দুর্নীতি দমন শাখার পুলিশ।
বিভিন্ন অসামাজিক কাজিযুক্ত এবং মদের লাইসেন্স পাইয়ে দেওয়ার নাম করে প্রতা…

 



চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ এবং অসামাজিক কাজে যুক্ত থাকায় কলকাতা পুলিশের কনস্টেবল  উত্তম সামন্ত কে গ্রেফতার করলো দুর্নীতি দমন শাখার পুলিশ।


বিভিন্ন অসামাজিক কাজিযুক্ত এবং মদের লাইসেন্স পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা এবং চাকরি দেওয়ার নাম করে টাকা তোলা সহ কর্মরত অবস্থায় ফলহন দেখিয়ে তোলা তুলা অভিযোগে গতকাল রাতে গ্রেফতার হয় কোলাঘাট থানার শান্তিপুর2 নম্বর অঞ্চলের বারাসতী গ্রামের ৪২ বছরের উত্তম সামন্ত কে কলকাতা লালবাজার পুলিশ তাকে গ্রেফতার করে। উত্তম সামন্ত নামে বেশ কয়েকজন অভিযোগ করে দুর্নীতি দমন শাখায়। যদিও বাড়িতে খুব কম থাকতেন কলকাতার ভাড়া বাড়িতে থাকার উত্তম সামন্ত। বারাসতী গ্রামের  একটি দোতালা পাকার বাড়িও করছেন এই পুলিশ কনস্টেবল। তবে এলাকাবাসীদের যোগাযোগ ছিল না পুলিশ কনস্টেবলের। এমনকি দাদা বৌদির সাথে সম্পর্ক ছিল না ওই কনস্টেবলের। এলাকাবাসীরা বলেন যে উত্তম সামন্ত যদি দোষী হয় তাহলে সাজা দাবি করছি।

No comments